জামাল ভূঁইয়া

‘হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না!’

দেশের ফুটবল ভক্ত-সমর্থকদের মুখে এমন রোমাঞ্চের কথা শোনা যায় প্রায়শই। এবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠেও মিলল একই সাধের সুর।

আর্জেন্টিনায় গিয়ে প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত জামাল

গতকাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ম্যাচে জার্মেনাইলকে ২-১ গোলে হারায় মায়ো। ৩৩ বছর বয়েসী তারকা এই ম্যাচ দিয়েই প্রথমবার নামেন আর্জেন্টিনার মাঠে। ৮১ মিনিটে একটি গোলও পেয়ে যান তিনি।