যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশি খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় আছেন তারা।
‘অবশেষে আশার আলো দেখতে পাচ্ছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। গত ১৫ দিন আমরা নরক যন্ত্রণায় ছিলাম। ভাবতেও পারিনি যে প্রাণ নিয়ে দেশে ফিরতে পারব।’
সুদানে সংঘর্ষের মধ্যে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার বাংলাদেশি। সরকারের কাছে উদ্ধারের আকুতি জানিয়েছেন তারা।
‘সুদানে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে’ উল্লেখ করে তারেক আহমেদ বলেন, ‘আমাদের কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি।’