জীবদ্দশায় নিজের সমাধিসৌধের কাজ শুরু করেন আকবর, মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর এর কাজ সম্পন্ন করেন।
শক্ত পাথরে হাতের স্পর্শমাত্রই অনুভূত হয় ইতিহাস, বিজয়, গৌরব, শান-শওকত, অত্যাচার, পরাধীনতা, গ্লানি কিংবা নীরবে ঝরে যাওয়া অশ্রুজল। কান পাতলে যেন আজও শোনা যায় সেই সময়ের মুঘল কথোপকথন।