কম্বোডিয়া: সাইবার চক্রে মানুষ বেচা-কেনা হয় যেখানে

বাংলাদেশের অনেক তরুণ ভাগ্য বদলের আশায় পাড়ি জমান অন্য দেশে। আর তাদের অনেকেই প্রতারক চক্রের কবলে পড়ে পরিণত হচ্ছেন আধুনিক দাসে। জেনে অবাক হবেন, দাস হিসেবে এই বেচা-কেনা, অত্যাচার চলে প্রকাশ্যে।

বাংলাদেশের অনেক তরুণ ভাগ্য বদলের আশায় পাড়ি জমান অন্য দেশে। আর তাদের অনেকেই প্রতারক চক্রের কবলে পড়ে পরিণত হচ্ছেন আধুনিক দাসে। জেনে অবাক হবেন, দাস হিসেবে এই বেচা-কেনা, অত্যাচার চলে প্রকাশ্যে।

সম্প্রতি এই দাসত্বের জীবন থেকে ফিরে আসা কয়েকজন কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। শুনিয়েছেন তাদের ওপর চালানো অমানবিক অত্যাচারের কথা। আজকের স্টার ক্রাইম ফাইলসে থাকছে আধুনিক দাসের জীবন থেকে মুক্ত হয়ে ফিরে আসা মানুষের গল্প।
 

Comments