কেন কমছে ভালো কোম্পানির শেয়ারের দাম

সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। এতে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। একই সময়ে দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারের দাম কমছে ও ছোট মূলধন এবং কম মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

কেন ভালো কোম্পানির শেয়ারের দাম কমছে ও ছোট কোম্পানির বাড়ছে। এ অবস্থায় বিনিয়োগকারী বা নিয়ন্ত্রক সংস্থার করণীয় কী? এ প্রশ্নোগুলোর উত্তর জানতে আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে খন্দকার মো. শোয়েবের সঙ্গে আছেন ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবীব।

Comments