বরেণ্য ইতিহাসবিদ পারভীন হাসানের মুখোমুখি

মধ্যযুগের বাংলার ইতিহাসের এক অনন্য ইতিহাসবিদ অধ্যাপিকা পারভীন হাসান। তরুণ বয়সে প্রথাগত ইতিহাসবিদ্যার চর্চা না করলেও পরবর্তীকালে ইতিহাস হয়ে পড়ে তার ধ্যান ও জ্ঞান। সুলতানী আমলের বাংলাদেশের মসজিদের স্থাপত্যরীতি বিষয়ে তার গবেষণা মৌলিকত্ব অর্জন করেছে। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক এই শিক্ষক খুব নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন মুক্তিযুদ্ধের ঘটনাবলিও। সম্প্রতি স্টার ইনসাইট মুখোমুখি হয়েছিল তার জীবনের নানা অভিজ্ঞতা শুনতে।
 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago