বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক সংকটের সমাধান কী

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রার মজুতও দিন দিন কমছে। এমন এক সময়ে এসব ঘটছে যখন বাংলাদেশের রাজনৈতিক মহলও আসন্ন নির্বাচন নিয়ে অস্থিরতার মধ্যে আছে। কেন বাংলাদেশ এই অর্থনৈতিক চাপের মুখে পড়ল? কেন আইএমএফের ঋণের শর্তগুলো পূরণ করতে পারল না? এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

এসব প্রশ্নের উত্তর জানাতে আজকের স্টার কানেক্টসে দ্য ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবিরের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Comments

The Daily Star  | English

Power subsidies may rise 83% this fiscal year

Subsidies for the power sector are likely to balloon 83 percent this fiscal year as the interim government is planning to clear all arrears owed to private power producers.

10h ago