দোহাজারী-কক্সবাজার রেললাইনের কারণে বন্যা, অভিযোগ স্থানীয়দের

দোহাজারী-কক্সবাজার রেললাইনের জন্য নির্মিত সরু কালভার্টের কারণে দক্ষিণ চট্টগ্রামে বন্যার পানি নেমে যেতে সময় লেগেছে।

এ কারণে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং দীর্ঘায়িত হয়েছে বলে দাবি স্থানীয়দের। 

তারা বলছেন, পাহাড়ি ঢলের পানি সরে যাওয়ার জন্য এই ১০২ কিলোমিটার দীর্ঘ রেললাইনে পর্যাপ্ত কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে বন্যার পানি নেমে যেতে সময় লেগেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

31m ago