হোলি আর্টিজান হামলার স্প্লিন্টার এখনো বয়ে বেড়াচ্ছেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর

কী ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে তা জানব ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গুলশান জোন) এস এম জাহাঙ্গীর হাসানের কাছ থেকে।

২০১৬ সালের ১ জুলাই, শুক্রবার। সন্ধ্যায় হঠাৎ খবর আসে, রাজধানীর গুলশানে সশস্ত্র হামলাকারীদের সঙ্গে পুলিশের লড়াই চলছে। হোলি আর্টিজান বেকারিতে হামলাকারীরা ঢুকে বেশ কজনকে জিম্মিও করে রেখেছে।

কী ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে তা জানব ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গুলশান জোন) এস এম জাহাঙ্গীর হাসানের কাছ থেকে। হোলি আর্টিজানে হামলা মোকাবিলায় প্রথম সারিতে ছিলেন তিনি।

Comments