টেনেটুনে একশো পেরিয়ে থামল বাংলাদেশ

Sobhana Mostary

টস হেরেও খুশি ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রত্যাশা অনুযায়ী পেয়েছিলেন আগে ব্যাট করার সুযোগ। তবে ২০ ওভার খেলেও যে রান করেছেন তারা তারে প্রত্যাশা পূরণ হওয়া কঠিন।

শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। চারে নেমে অধিনায়ক জ্যোতি করেছেন সর্বোচ্চ ৩৯ রান, তাতে লেগেছে ৪৪ বল।

ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিলো না। ভালো শুরুর আভাস মিলেছিল ওপেনারদের ব্যাটে। চতুর্থ ওভারে ৯ করে সাথি রানে আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ১৯ করে ফেরেন পাওয়ার প্লের শেষ বলে।

তিনে নামা সোবহানা মুশতারি ছিলেন মন্থর। ১৬ রান করতে তিনি লাগান ২২ বল। অধিনায়ক জ্যোতি বলের চেয়ে রান বেশি করে এগুতে থাকলেও এক পর্যায়ে হয়ে যান শ্লথ। শেষ ওভারে আউটের আগে ৩৯ করে যান ৪ বাউন্ডারিতে।

রিতু মনি, ফাহিমা খাতুনরাও শেষ দিকের ঝড় তুলতে পারেননি। ফলে অল্প রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সামলাতে নামবেন বোলাররা। 

Comments