বার্সেলোনায় হোর্হে মেসি!
বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন লিওনেল মেসির বাবা ও তার মুখপাত্র হোর্হে মেসি। বুধবার বার্সেলোনা বিমানবন্দরে তাকে দেখা গিয়েছে। জানা গেছে পিএসজির সঙ্গে অসফল আলোচনা শেষে ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনা করতে এসেছেন মেসির বাবা।
ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ তাদের প্রতিবেদনে জানিয়েছে মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে পিএসজির। বুধবার সকালে পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে সরাসরি আলোচনা হয় মেসির বাবার। চলতি মৌসুমে এটাই ছিল তাদের মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাত।
মূলত বেতন-ভাতা ও সময়কাল নিয়ে ঝামেলা বাঁধে। ফেয়ার-প্লে অবস্থা থেকে মুক্তি পেতে বেতন-ভাতা প্রদানে নিজেদের খরচ কমাতে চাইছে প্যারিসের ক্লাবটি। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো বনিবনা হয়নি। আর খেলাইফির সঙ্গে আলোচনা শেষেই বার্সেলোনার পথে রওনা দেন হোর্হে।
এদিকে সংবাদমাধ্যমটি দাবি করেছে কাতার বিশ্বকাপে যাওয়ার আগে পিএসজির সঙ্গে মৌখিক একটি আলোচনা হয়েছিল পিএসজির। তখন ইতিবাচক সাড়া দিয়েছিলেন মেসি। তবে ফেয়ার-প্লের কারণে ক্লাবটির খরচ কিছুটা কমাতে হবেই। তাই খেলোয়াড়দের বেতন-ভাতা কমাতে চাওয়ার কারণেই ঝামেলার শুরু।
মেসিও প্রথম এবং একমাত্র বিকল্পটি পিএসজিকেই বিবেচনা করেছেন। যদিও তাকে পেতে চেষ্টা চালাচ্ছে অনেক ক্লাবই। মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামি, সৌদি আরবে আল হিলালের সঙ্গে বার্সেলোনায় প্রত্যাবর্তনের গুঞ্জন রয়েছে। আর মেসির বাবা বার্সেলোনায় পা রাখায় সে গুঞ্জন আরও বাড়ল।
এদিকে লা'কিপের সংবাদে তারা আরও জানিয়েছে, পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করছেন না মেসি। আর এমনটা হলে চলতি বছরের জুনেই ফ্রান্সের অধ্যায় শেষ হতে চলেছে আর্জেন্টাইন অধিনায়কের।
Comments