ট্রান্সফার লাইভ: কুবোকে ফেরানোর ভাবনায় রিয়াল
বছর ঘুরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কুবোকে ফেরানোর ভাবনায় রিয়াল
বেশ আলোচনার সৃষ্টি করেই ২০১৯ সালে যোগ দিয়েছিলেন তাকিফুসা কুবো। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে একটি ম্যাচ খেলারও সুযোগ মিলেনি। চার মৌসুমে ধারে খেলার পর এ মৌসুমের শুরুতে তাকে রিয়াল সোসিয়েদাদের কাছে বিক্রি করে দেয় তারা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, সোসিয়েদাদে ইমানোল আলগুয়াসিলের অধীনে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে ফেরানোর চিন্তা করছে রিয়াল।
লুকাকুতে নজর টটেনহ্যামের
ট্রান্সফার ভিত্তিক সংবাদমাধ্যম ফিচাজেসের সংবাদ অনুযায়ী, ইন্টার মিলানে ধারে থাকা চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে বিবেচনা করছে টটেনহ্যাম। আগামী মৌসুমে হ্যারি কেইন দল ছাড়লে তার সম্ভাব্য বিকল্প হিসেবে এ বেলজিয়ানের কথা ভাবছে ক্লাবটি।
এনজোর জন্য ফের আলোচনায় চেলসি
বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী, জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ফের বেনফিকার সঙ্গে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ স্বাক্ষর করাতে আলোচনা শুরু করেছে চেলসি। পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডের সংবাদ আনুসারে, জানুয়ারিতে চলে যেতে চান এনজো এবং আশা করছেন বেনফিকার প্রেসিডেন্ট রুই কস্তা ব্লুজের প্রস্তাব গ্রহণ করবেন।
বার্সেলোনার নজরে ফেলিক্স
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, অ্যাতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার জোয়াও ফেলিক্সকে নজরে রেখেছে বার্সেলোনা। দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে। অ্যাতলেতিকোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ধারে চেলসিতে খেলছেন ফেলিক্স।
ক্যাসেদোর জন্য আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ব্রাইটন
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, মোয়েসেস ক্যাসেদোর জন্য আর্সেনালের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ব্রাইটন। ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের জন্য ৮০ মিলিয়ন পাউন্ড চায় তারা। ইকুয়েডরের এই মিডফিল্ডারের জন্য ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আর্সেনাল।
Comments