চেলসিকে 'হ্যাঁ' বলে দিয়েছেন এঞ্জো
বিশ্বকাপে আলো ছড়ানো এঞ্জো ফার্নান্দেজকে পেতে উঠেপড়ে লেগেছে চেলসি। আর্জেন্টিনার তরুণ এই মিডফিল্ডারও ইংলিশ ক্লাবটিতে যোগ দিতে সম্মত হয়েছেন। তবে তার দলবদল নির্ভর করছে অর্থের পরিমাণ নিয়ে বর্তমান ঠিকানা বেনফিকার সঙ্গে চেলসির সমঝোতায় পৌঁছানোর ওপর।
প্রখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে ফুটবল বিষয়ক গণমাধ্যম গোল জানিয়েছে, এঞ্জোকে পেতে বেনফিকার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে ব্লুজরা। ২১ বছর বয়সী এই উঠতি তারকা ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তিদের প্রস্তাবে 'হ্যাঁ' বলে দিয়েছেন।
সবশেষ কাতার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার এঞ্জো। তাকে ছাড়তে রাজী পর্তুগিজ ক্লাব বেনফিকা। বিনিময়ে এঞ্জোর রিলিজ ক্লজের পুরো অর্থ অর্থাৎ ১০৬ মিলিয়ন পাউন্ড চায় তারা। সেখানেই চেলসির সঙ্গে মতের অমিল হচ্ছে তাদের। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি ট্রান্সফার ফি হিসেবে অবশ্য বড় অঙ্কের অর্থই পরিশোধ করতে চাচ্ছে। কিন্তু ১০৬ মিলিয়ন পাউন্ডের কমে এঞ্জোকে অন্য কোথাও যেতে না দিতে অনড় বেনফিকা।
পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অন্য দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তাদের কেউই দেয়নি বেনফিকাকে।
শুক্রবার রাতে বেনফিকার জার্সিতে মাঠে ফেরেন এঞ্জো। বিশ্বকাপ শিরোপা জয় উদযাপনের জন্য পাওয়া ছুটি শেষে এটাই ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু ফেরাটা মনের মতো হয়নি। পর্তুগিজ লিগের ম্যাচে ব্রাগার মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বেনফিকা। পরে সংবাদ সম্মেলনে এঞ্জোর ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন দলটির কোচ রজার স্মিডট। তিনি বলেন, 'আমি জানি না বেনফিকার হয়ে এটা তার শেষ ম্যাচ কিনা। সে একজন অসাধারণ খেলোয়াড়। সে চমৎকারভাবে পারফর্ম করে যাচ্ছে।'
স্মিডট যোগ করেন, 'মাঝে মাঝে কিছু ব্যাপার ঘটে এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে হয়। সামনের সপ্তাহগুলোতে আমরা দেখব যে কী ঘটে।'
স্বদেশি ক্লাব রিভারপ্লেট ছেড়ে গত জুলাই মাসে বেনফিকায় যোগ দেন এঞ্জো। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২৭ সালে।
Comments