ট্রান্সফার লাইভ: মেমফিসে নজর ইউনাইটেডের, ডি ইয়ংয়ে বায়ার্ন
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ইসাককে কেনার দ্বারপ্রান্তে নিউক্যাসল
ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়ে রিয়াল সোসিয়েদাদের সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে কিনতে যাচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, তাকে কিনতে ৭০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ক্লাবটির।
মেমফিসে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, বার্সেলোনার মেমফিস ডিপাইয়ে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও এ ফরোয়ার্ডের জন্য জুভেন্টাসের সঙ্গে আলোচনাটা অনেকটা চূড়ান্ত করে রেখেছে বার্সেলোনা। তবে বেতন-ভাতার জন্য মেমফিসের সিদ্ধান্তের জন্য আটকে রয়েছে এ ডিল। তার জন্য ১০ মিলিয়ন ইউরো দিতে চায় ইউনাইটেড।
ফোফানার জন্য ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান লেস্টারের
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, রক্ষণভাগের শক্তি বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে চেলসি। লেস্টার সিটির ওয়েস্লি ফোফানাকে পেতে তৃতীয় দফা প্রস্তাব দিয়েছে দলটি। এবার তাদের দেওয়া ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফক্সরা।
পারাদেসের সঙ্গে রোমার সঙ্গে লড়বে জুভেন্টাস
সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর সংবাদ অনুযায়ী, পিএসজির লিয়েন্দ্রো পারাদেসের প্রতি আগ্রহী জুভেন্টাস। তার প্রতি নজর রয়েছে আরেক ইতালিয়ান ক্লাব রোমারও। জিওর্জিও ভাইনালদামকে দলে নেওয়ার পর পিএসজির এই আর্জেন্টাইন মিডফিল্ডারকেও চান জোসে মরিনহো।
ডি ইয়ংকে পাওয়ার দৌড়ে বায়ার্ন
অনেক দিন থেকেই বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে পাওয়ার ব্যাপারে আলোচনা এগিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসিও। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। তবে তাকে ধারে পেতে চায় ক্লাবটি।
ভালভার্দের জন্য ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিয়াল
স্প্যানিশ সাংবাদিক তমাস গঞ্জালেজ-মার্তিনের সংবাদ অনুযায়ী, রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে কিনতে চেয়েছিল প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব। সে প্রস্তাব ছিল ৯০ মিলিয়ন ইউরো পর্যন্ত। তবে সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ভালভার্দের। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো।
Comments