ট্রান্সফার লাইভ: বের্নার্দোকে চায় পিএসজি

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

অবামেয়াংকে বিক্রি করতে রাজী বার্সেলোনা

বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-অ্যামরিক অবামেয়াংকে পেতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তবে তাকে ছাড়তে রাজী ছিলেন না কোচ জাভি হার্নাদেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, অবশেষে গ্যাবনের এ ফরোয়ার্ডকে বিক্রি করতে রাজী হয়েছে ক্লাবটি। তবে এরজন্য প্রায় ৩০ মিলিয়ন ইউরো চায় তারা।

কাসেমিরোতে আগ্রহী চেলসিও

ইংলিশ লিগের শুরুতে টানা দুই ম্যাচ হেরে মাঝমাঠের শক্তি বাড়াতে রিয়াল মাদ্রিদের কাসেমিরোর দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নাইন্টিমিনিটের সংবাদ অনুযায়ী, রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারকে চায় চেলসিও। ৬০ মিলিয়ন ইউরোর আশেপাশে কোনো প্রস্তাব পেলে তাকে বিক্রি করে দিতে পারে রিয়াল।

বের্নার্দোকে চায় পিএসজি

অনেক দিন থেকেই বার্সেলোনার রাডারে রয়েছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা। দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, এ মিডফিল্ডারকে চায় পিএসজিও। তার জন্য এই গ্রীষ্মে ৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে করতে প্রস্তুত ক্লাবটি।

ইউনাইটেডের ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাতলেতিকো

আক্রমণভাগের শক্তি বাড়াতে অ্যাতলেতিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, তাদের দেওয়া ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

পুলিসিককে ধারে চায় ইউনাইটেড

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমের সংবাদ অনুযায়ী, চেলসি ফরোয়ার্ড ক্রিস্তিয়ান পুলিসিককে এক মৌসুমের জন্য ধারে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago