টি-টোয়েন্টির ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন কোহলি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ছন্দে আছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে আসরে নিজের চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভারে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। দলটির পক্ষে তিন নম্বরে নেমে ৫০ রানের ইনিংস খেলেছেন কোহলি। ৪০ বল মোকাবিলায় তিনি মেরেছেন ৪ চার ও ১ ছক্কা।
৩৪ বছর বয়সী কোহলি এই ম্যাচে নামেন নামের পাশে ৩ হাজার ৯৫৮ রান নিয়ে। ভারতের ইনিংসের ১৫তম ওভারে ৪ হাজার রান ছুঁয়ে ফেলেন তিনি। লিয়াম লিভিংস্টোনের হাফ ভলিকে এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছান তিনি। ৪ হাজার রান পূরণ করতে তাকে খেলতে হলো ১১৫ ম্যাচের ১০৭ ইনিংস।
৩৯ বলে ফিফটি ছোঁয়ার পরের বলেই সাজঘরে ফেরেন কোহলি। ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস জর্ডানের করা ১৮তম ওভারের শেষ বলে শর্ট থার্ড ম্যানে আদিল রশিদের ক্যাচে থামেন তিনি। ৫২.২৩ গড় ও ১৩৭.৯৬ স্ট্রাইক রেটে ভারতের জার্সিতে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান ৪ হাজার ৮। সব মিলিয়ে ৩৭ হাফসেঞ্চুরির পাশাপাশি ১ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
২০১০ সালের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল কোহলির। ওই ম্যাচে চারে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হয়েছিলেন তিনি। তবে মাত্র ১১২ রানের লক্ষ্য তাড়ায় ভারত পেয়েছিল ৬ উইকেট অনায়াস জয়।
Comments