ক্যানো স্প্রিন্টে সোনা জিতে যুক্তরাষ্ট্রকে ছুঁয়েছে চীন

আর মাত্র তিন দিন বাকি। এরপরই পর্দা উঠতে যাচ্ছে প্যারিস অলিম্পিকের। আর শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। অসাধারণ পারফরম্যান্স করে এদিন ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে সোনা জিতে নিয়েছেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি।

শুক্রবার ফাইনালে সোনা জিতে নিতে কোনো বেগ পেতে হয়নি এই চাইনিজ জুটিকে। নতুন অলিম্পিক রেকর্ড গড়েই প্রথম হন তারা। আগের দিনেই গড়া ১:৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১:৫২.৮১ সময়েই জিতে নেন শিজিয়াও ও মেনগ্যা জুটি।

তবে লড়াইটা হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন এবং কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মানির স্লোয়ান ম্যাকেঞ্জি এবং কেটি ভিনসেন্টে জুটিকে।

টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে সোনা জিতেছিল চীন। আর প্যারিস অলিম্পিকে ক্যানো স্প্রিন্টে এটা চীনের দ্বিতীয় সোনা। সবমিলিয়ে ৩০টি সোনা তাদের। তাতে ছুঁয়ে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সোনাও ৩০টি। তবে রুপা ও ব্রোঞ্জ পদক বেশি টাকায় শীর্ষে আছে মার্কিনীরা।

Comments