ম্যারাথন সাঁতারে চ্যাম্পিয়ন রাসোভস্কি
ব্যক্তিগত কোনো ইভেন্টে একই দেশের দুজন দাঁড়িয়ে আছেন পোডিয়ামে। শুক্রবারের আগে প্যারিস অলিম্পিক দেখেনি এমন দৃশ্য। পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে তিনটি পদকের দুটিই এবার ঢুকল হাঙ্গেরির ঘরে।
সেন নদীতে শুক্রবারের সাঁতার শেষে ক্রিস্তফ রাসোভস্কির গলায় ঝুলেছে সোনা। তার স্বদেশী ডেভিড বেতলেহেম পেয়েছেন ব্রোঞ্জ। আর রুপার পদক উঠেছে জার্মানির ওলিভিয়ের ক্লেমেটের গলায়।
২০২১ সালে টোকিও অলিম্পিকে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাসোভস্কিকে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সোনার স্বপ্ন পূরণ করেছেন ২০২৪ সালে এসে। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫০ মিনিট ৫২.৭ সেকেন্ড।
দূরপাল্লার সাঁতারে ৬.৬ কিলোমিটারে গিয়ে যে-ই প্রথম স্থানে পৌঁছাতে পারেন রাসোভস্কি, এরপর বাকি সময় সবার আগেই থেকেছেন ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ। ফিনিশিং লাইন পেরিয়ে যেতে তার থেকে ২.১ সেকেন্ড সময় বেশি লেগেছে ক্লেমেটের। দ্বিতীয় স্থান অর্জন করা এই জার্মান ১ ঘণ্টা ৫০ মিনিট ৫৪.৮ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করেছেন।
শেষের দিকে সাঁতারের গতি বাড়িয়ে চলেন আরেক হাঙ্গেরিয়ান বেতলেহেম। শেষ পর্যন্ত তাই ১ ঘণ্টা ৫১ মিনিট ৯ সেকেন্ড সময়ে ফিনিশিং লাইন পেরিয়ে যেতে পারেন তিনি।
Comments