নিজের রেকর্ড ভেঙে প্যারিসেও স্বর্ণ ডুপ্লান্টিসের
পাঁচ মাসও হয়নি পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন আরমান্ড ডুপ্লান্টিস। শিয়ামেন ডায়মন্ড লিগে গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন প্যারিস অলিম্পিকে। নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সুইডেনের এই তারকা অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন ডুপ্লান্টিস।
মঙ্গলবার স্তাদে দে ফ্রান্সে প্যারিস অলিম্পিকের পোল ভোল্ট ইভেন্টে ৬.২৫ মিটার উচ্চতা পেরিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেন ডুপ্লান্টিস। প্রথম দুই চেষ্টায় অল্পের জন্য ব্যর্থ হন, তবে তৃতীয় ও শেষ চেষ্টায় নতুন বিশ্ব রেকর্ড গড়ে পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেন এই সুইডিস তারকা। এ নিয়ে নয়বার বিশ্ব রেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী অ্যাথলেট।
নতুন ইতিহাস গড়ে নিজেই বিশ্বাস কোর্টে পারছেন না ডুপ্লান্টিস, 'এ মুহূর্তটা কতটা দারুণ ছিল, তা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। এটা এমন বিষয়গুলোর একটি, যা কিনা আমার কাছে বাস্তব বলে মনে হয় না। অভিজ্ঞতাটা এ রকম যে মনে হয় অন্য কেউ আমার ওপর ভর করেছিল।'
এই ইভেন্টে ৫.৯৫ মিটার উচ্চতা পেরিয়ে রুপা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস। ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস। তিনি পেরিয়েছেন ৫.৯০ মিটার উচ্চতা।
Comments