প্যারিস অলিম্পিক

ফ্রান্সের মাঠের প্রতিকূল পরিস্থিতি জয় করতে চায় আর্জেন্টিনা

গত বিশ্বকাপ ফাইনালে টানটান উত্তাপে ভরা ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার দ্বৈরথ নতুন মোড় নিয়েছে। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি এবার মুখোমুখি হচ্ছে অলিম্পিক ফুটবলে। যদিও সিনিয়র দল নয়, তবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল মঞ্চে ফ্রান্স-আর্জেন্টিনার লড়াই জমজমাট হওয়ারই আভাস মিলছে।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অলিম্পিকের সেমিফাইনাল রাউন্ডে উঠার লড়াইয়ে নামবে ফ্রান্স-আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ফুটবলাররা।  এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই অলিম্পিক মঞ্চে হাওয়া গরম।

গ্রুপ পর্বে স্বাগতিক ফ্রান্স তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ হেরে শুরু করে আসর। পরের দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠলেও গ্রুপ সেরা হতে পারেনি। কাজেই শেষ আটে পাচ্ছে শক্তিশালী প্রতিপক্ষকে।

আর্জেন্টিনার এই দলের গোলরক্ষক হেরোনিমো রুই ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডেও ছিলেন। গণমাধ্যমে তিনি জানান দোহার ওই ফাইনালের পর আবার দুই দলের লড়াই আলাদা অনুভূতি দিচ্ছে তাদের,  'খুবই বিশেষ অনুভূতি হচ্ছে। বিশ্বকাপ ফাইনালের পর অনেক ঘটনা পেরিয়ে এটিই দুই দলের প্রথম মুখোমুখি। আমরা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা চ্যাম্পিয়ন সবাই আমাদের হারাতে চাইবে।'

কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানেন এই ম্যাচ কতটা কঠিন। এমনিতে ফ্রান্সের মতন শক্তিশালী দল। তার উপর খেলা হবে প্রতিপক্ষের মাঠে। দর্শকদের প্রবল স্রোতের বিরুদ্ধেও লড়তে হবে তাদের। চাপের ম্যাচের আগে তাই খেলোয়াড়দের প্রক্রিয়ায় মন দেয়ার কথা বললেন তিনি,  'আমি তাদের বলেছি তোমরা স্বাগতিকদের বিপক্ষে খেলবে। দর্শকদের সমর্থন ওদের থাকবে। মরক্কো ও ইরাক ম্যাচেও এমন ছিলো মনোযোগ ধরে রাখতে হবে। ফুটবল খেলাটা আমাদের নিয়ন্ত্রণে, অন্য কিছু নিয়ে শক্তি ক্ষয় করতে চাই না।'

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

8h ago