নিজের গড়া বিশ্বরেকর্ড নিজেই ভেঙে বিস্মিত প্যান
গত ফেব্রুয়ারিতে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিশ্বরেকর্ড গড়েছিলেন প্যান ঝ্যানলে। ছয় মাসের মধ্যে নিজেই সেই কীর্তি ভেঙে নতুন করে লিখেছেন চীনের এই তরুণ। প্যারিস অলিম্পিকের পুলে আলোড়ন তৈরির পর বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে।
বুধবার রাতে লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৬.৪০ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছেন প্যান। ১৯ বছর বয়সী তারকা বিশ্বরেকর্ড গড়তে ০.৪০ সেকেন্ড সময় কম নিয়েছেন। আগের কীর্তিও তার দখলে ছিল। দোহায় ৪৬.৮০ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্যান বলেছেন, 'বিশ্বরেকর্ড ভেঙে আমি নিজেই খুব বিস্মিত হয়েছি। এটা ছিল একটি জাদুকরী মুহূর্ত। চীন ধাপে ধাপে উন্নতি করছে। এই রেকর্ড ভাঙার অর্থ হলো সঠিক দিকে একটি ছোট পদক্ষেপ।'
সুইমিংপুলে ঝড় তোলা প্যানের এমন মন্তব্যের পেছনে কারণও রয়েছে। ১০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে তিনি জায়গা করে নিয়েছিলেন ০.০৬ সেকেন্ডের ব্যবধানে। অর্থাৎ বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনার আভাস সেখানে মোটেও ছিল না। তাছাড়া, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে তিনি বাদ পড়ে যান হিট থেকেই।
এই ইভেন্টে প্যানের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার কাইল ক্যালমার্স ও রোমানিয়ার দাভিদ পোপোভিচি। কিন্তু সোনার পদক জয়ের লড়াইয়ে পেরে ওঠেননি তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্যান এগিয়ে ছিলেন ১.০৮ সেকেন্ডে।
২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জেতা ক্যালমার্স এবার রুপা পেয়েছেন ৪৭.৪৮ সেকেন্ড টাইমিং করে। ৪৭.৪৯ সেকেন্ড টাইমিং করে পোপোভিচি পেয়েছেন ব্রোঞ্জ। চলতি অলিম্পিকে এর আগে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি।
Comments