প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক চীনের
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আগের দিন উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। যদিও এর দুদিন আগেই ফুটবল ও রাগবি দিয়ে শুরু হয়ে যায় এই আসর। আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিনই আসরের প্রথম স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। আর এই পদক জিতে নিয়েছে চীন।
শনিবার চাতুরক্সে প্যারিস অলিম্পিকের মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটি কিম জিহিওন এবং পার্ক হাজুন জুটিকে ১৬-১২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় চীনের হুয়াং ইউটিং এবং শেং লিহাও জুটি। প্রথম রাউন্ডে জিতলেও এরপর পিছিয়ে পরে শেষ পর্যন্ত হেরে যায় কোরিয়ান জুটি।
প্রথম স্বর্ণ চীনের হুয়াং ইউটিং এবং শেং লিহাও জুটি পেলেও প্রথম পদকটি পেয়েছে কাজাখস্তানের মিশ্র জুটি আলেকজান্দ্রা লে ও ইসলাম সাতপায়েভ। একই ইভেন্টে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিচ ও আনা ইয়ানসেনের বিরুদ্ধে ১৭-৫ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পেয়েছেন তারা। ১৯৯৬ সালের পর শুটিংয়ে এটি কাজাখস্তানের প্রথম অলিম্পিক পদক।
উল্লেখ্য, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম স্বর্ণপ্রদকের লড়াই হয় শুটিংয়ে। প্রথম দিনে আরও ১৩টি পদক ইভেন্টের লড়াই হবে। যার মধ্যে রয়েছে পুরুষদের রাগবি সেভেনস, সাইক্লিং, ডাইভিং, ফেন্সিং, জুডো, স্কেটবোর্ডিং ও সাঁতার।
Comments