বরখাস্ত ক্রিকেট বোর্ডকে পুনর্বহাল করেছে শ্রীলঙ্কার আদালত
বাজে পারফরম্যান্সের কারণে আগের দিনই শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন নতুন কমিটি। তবে এর একদিন না যেতেই মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্ত বাতিল করেছে শ্রীলঙ্কার আপিল আদালত।
পূর্ণ শুনানির পর বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করেছে আদালতের আপীল বিভাগ। এদিন ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। সেই আপিলের পরিপ্রেক্ষিতে আগামী দুই সপ্তাহ পুরোনো বোর্ডই বহাল থাকবে বলে জানায় আদালত।
এ প্রসঙ্গে আদালতের এক কর্মকর্তা বলেন, 'পুরোনো বোর্ড পুনর্বহাল আগামী দুই সপ্তাহের জন্য বহাল হবে। এর মধ্যেই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।'
অনেক দিন থেকেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছে। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন ক্রীড়ামন্ত্রী। ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর পুরো বোর্ডকে বরখাস্ত করে সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন তিনি।
তবে আদালতের এই রায়ের কারণে আজ দায়িত্ব নিতে এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন রানাতুঙ্গা। তবে আদালতের রায়ের পর বেরিয়ে গেছেন তিনি।
Comments