আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

হাত মেলালো না দুদল, খেলার শেষেও থাকল উত্তাপ

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাঁটা ধরলেন ড্রেসিংরুমের দিকে। লঙ্কানরা সৌজন্য করমর্দনে আগ্রহ দেখালেন না, বাংলাদেশও এগিয়ে গেলো না। বিরল ও অপ্রীতিকর আরেক দৃশ্যর জন্ম হলো খেলার মাঠে।

দিল্লি থেকে

হাত মেলালো না দুদল, খেলার শেষেও থাকল উত্তাপ

হাত মেলালো না দুদল, খেলার শেষেও থাকল উত্তাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার লড়াইয়ে বেশ কিছুদিন ধরেই ছড়ায় উত্তাপ। অনেকগুলো ঘটনায় দুই দলের মধ্যে খেলার ঝাঁজ থাকে ভিন্ন। তবে মাঠের বাইরের সম্পর্ক তাও ছিলো ভালো। এবার বিশ্বকাপ মঞ্চে দুই দলের লড়াই শেষে সেই সম্পর্কেও বোধহয় 'টাইমড আউট' হয়ে গেলো। মাঠের উত্তপ্ত পরিস্থিতির পর ম্যাচ শেষে খেলোয়াড়রা সৌহার্দ্য বিনিময়ও করলেন না।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের বল লেগ বাইতে চার হয়ে যাওয়ার পর ৩ উইকেটে জিতে গেল বাংলাদেশ। এরপর দুই দলের খেলোয়াড়রা হাঁটা ধরলেন ড্রেসিংরুমের দিকে। লঙ্কানরা সৌজন্য করমর্দনে আগ্রহ দেখালেন না, বাংলাদেশও এগিয়ে গেলো না। বিরল ও অপ্রীতিকর আরেক দৃশ্যর জন্ম হলো খেলার মাঠে।

ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল খেলার পর। তিনি জানান, শ্রীলঙ্কান খেলোয়াড়রাই হাত না মিলিয়ে চলে যান। এরপর ওদের সঙ্গে কোন কথাও হয়নি তাদের,  'খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত) মিলাইনি না, ওরা চলে গেছে।' 

পরে মিক্সড জোনে এসে তাওহিদ হৃদয়ও বলেন, লঙ্কানরা চলে যাওয়ায় তারাও আর হাত মেলানোর আগ্রহ দেখাননি।

এক শ্রীলঙ্কান সাংবাদিক ম্যাথিউসের কাছে জানতে চান, তাকে টাইমড আউট করে যদি অসম্মান করে থাকে বাংলাদেশ, তারা খেলার পর হাত না মিলিয়েও অসম্মান করলেন কিনা প্রতিপক্ষকে? উত্তরে ম্যাথিউস দেন ঝাঁজালো জবাব, যাতে থেকে যায় লঙ্কা-বাংলার সম্পর্কের চিরস্থায়ী ফাটলের নির্যাস,  'যে আপনাকে সম্মান করে তাদের প্রতি সম্মান দেখানো দরকার। তাদের খেলাটার প্রতি সম্মান রাখা উচিত। আমরা সবাই এই সুন্দর খেলাটার দূত। আম্পায়ারসহ। আপনি যদি সম্মান না করেন, কান্ডজ্ঞান কাজে না লাগান। আর কি বলার আছে।'

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

9h ago