আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে’

দুই দলেরই অবস্থা যখন করুণ, তখন কে কার পারফরম্যান্স থেকে আশা পাবে বোঝা মুশকিল। এক সাংবাদিক জানতে চাইলেন, পাকিস্তান টানা চার ম্যাচ হেরে আসায় এই দিক থেকে বাংলাদেশের সুবিধা কিনা। প্রশ্ন পুরো শেষ না হতেই সাকিবের মুখ দিয়ে বেরিয়ে যায় হাসি।

কলকাতা থেকে

‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে’

সাকিব আল হাসান

সংবাদ সম্মেলন শেষে চেয়ার ছেড়ে উঠে যাওয়ার সময় সাকিব আল হাসান সবাইকে হাসিয়ে বলে উঠলেন, 'মাঝে মাঝে হাসিরও দরকার আছে।' বাংলাদেশ দলের এখন যা অবস্থা তাতে হাসির দরকারটা আসলে ভীষণ। সাকিব হাসলেন এবং হাসালেন মূলত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে।

দুই দলেরই অবস্থা যখন করুণ, তখন কে কার পারফরম্যান্স থেকে আশা পাবে বোঝা মুশকিল। এক সাংবাদিক জানতে চাইলেন, পাকিস্তান টানা চার ম্যাচ হেরে আসায় এই দিক থেকে বাংলাদেশের সুবিধা কিনা।

প্রশ্ন পুরো শেষ না হতেই সাকিবের মুখ দিয়ে বেরিয়ে যায় হাসি। তারপর উত্তরে বলেন,  'একই কথা তারাও বলতে পারে যে আমরাও পাঁচটা ম্যাচ হেরে বসে আছি। এটা ওদের এডভান্টেজ। কী বলব বলেন? (হাসি)'।

নেদারল্যান্ডের বিপক্ষে শনিবার ৮৭ রানের হারের পর বিধ্বস্ত অবস্থা ছিল বাংলাদেশ দলের। সংবাদ সম্মেলনে সাকিব এসেছিলেন বিপর্যস্ত চেহারায়। অনেকটা অসহায়ত্বের ভঙ্গিতে দিচ্ছিলেন উত্তর। এদিন তাকে মিলল ভিন্ন অবস্থায়। একদিনের বিশ্রামে বেশ ফুরফুরে। এক সাংবাদিক তা মনে করিয়ে দিতেই বললেন, 'আজ আমাকে একটু ভিন্ন লাগছে তাই তো?'

সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের লক্ষ্যও বদলে গেছে। আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির নিশ্চিত করা। বিশ্বকাপে সেরা আট দলের ভেতর থাকা গেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ, নয়তো না।

বিশ্বকাপের আগে এই সমীকরণ জেনেছিলেন সাকিবরা। বর্তমানে সেই বাস্তবতার দিকেই চোখ। এরসঙ্গে তিন ম্যাচ থেকে কিছু পয়েন্ট যোগ করে যদি টেবিলের ভদ্রস্থ জায়গায় থাকা যায়, সেই চেষ্টাই করবেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

1h ago