বাংলাদেশকে ভীষণ সম্মান করে প্রস্তুত হয়েছে পাকিস্তান
এবার বিশ্বকাপে টানা হারের বৃত্তে আছে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই। টানা চার ম্যাচ হেরেছে পাকিস্তান, টানা পাঁচ হার বাংলাদেশের। যদিও হারলেও লড়াই জমিয়েছিল পাকিস্তানিরা, সেমিফাইনালের দৌড় থেকে এখনো ছিটকে যায়নি তারা। সেই তুলনায় বাংলাদেশের অবস্থা আরও নাজুক। তবে প্রতিপক্ষকে ভীষণ সমীহ পাকিস্তান প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের।
আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারানোর পর টানা পাঁচ ম্যাচ হারে বাংলাদেশ। পাঁচটাই আবার বড় ব্যবধানে হার। প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করলেও পরের চার ম্যাচেই হেরেছে বাবর আজমের দল।
পয়েন্ট টেবিলের ছয়ে থাকায় পাকিস্তানের সেমির স্বপ্ন এখনো বেশ ভালোই। বাংলাদেশ সেদিক থেকে একটু ভদ্রস্থভাবে আসর শেষ করতে পারলেই বাঁচে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে দু'দল। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রধান কোচ ব্র্যাডবার্ন বাংলাদেশকে ভীষণ সম্মান দেয়ার কথা জানালেন, 'দেখুন, বিশ্বকাপে মানসম্পন্ন দশটা দল খেলেছে। এখানে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা জানি যেকোনো দলকে হারাতেই ভালো খেলা দরকার। জিততে হলে তিন বিভাগেই একসঙ্গে ভালো খেলতে হবে। আমরা বিশ্বকাপে যেকোনো দলকেই হারাতে পারি।'
'আমরা বাংলাদেশকে বিশাল সম্মান করি। অনেক মান সম্পন্ন ক্রিকেটার আছে তাদের দলে। আমরা তাদের সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের শক্তি। আমরা বাংলাদেশ নিয়ে ভালোভাবে প্রস্তুত। আমরা আয়নার দিকে তাকিয়ে নিজেদের সেরা পারফরম্যান্স নিশ্চিত করার চেষ্টা করব।'
Comments