আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ২৪৫ রানেই আটকে গেছে বাংলাদেশ। ভাবছেন, সেখানে রেকর্ড আবার কীসের?

বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল বাংলাদেশ

ছবি: এএফপি

ছক্কা দেখতে চায় সবাই। এক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের একটু মন খারাপ থাকতেই পারে! বাংলাদেশি ব্যাটাররা যে ছক্কা মারায় পিছিয়েই থাকেন অন্য দেশের ক্রিকেটারদের তুলনায়। তবে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা ছক্কার একটি রেকর্ড গড়ে ফেলেছে।

শুক্রবার বিশ্বকাপের ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ২৪৫ রানেই আটকে গেছে বাংলাদেশ। ভাবছেন, সেখানে রেকর্ড আবার কীসের? বিশ্বকাপে যে এর আগে কোনো ম্যাচে এত বেশি ছক্কা মারতেই পারেনি বাংলাদেশ! এদিন কিউইদের বিপক্ষে তারা মেরেছে আটটি। এটাই বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ— প্রত্যেকে দুটি করে ছক্কা মেরেছেন। অর্থাৎ চেন্নাইয়ের মাঠে দলের নামের পাশে ছক্কা মোট আটটি।

বিশ্বকাপে এর আগে এক ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে সর্বোচ্চ সাতটি ছক্কার মার দেখা গিয়েছিল। সেটা ২০১৫ সালের বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে তিনশর বেশি রানের সফল লক্ষ্য তাড়া করার পথে। বিশ্বমঞ্চে আরও দুটি ম্যাচে ছয়টি করে ছয় মেরেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ২০১৫ সালেই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে, আর ২০১৯ সালের আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি তিনশর অধিক রানের সফল লক্ষ্য তাড়ায়।

যদি জানতে চান, সব ওয়ানডে মিলিয়ে এক ম্যাচে বাংলাদেশ সর্বোচ্চ কতটি ছক্কা মেরেছে? তাহলে উত্তর হচ্ছে, ১৪টি। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস যেদিন বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন, সেদিন টাইগাররা মোট ১৪ বার ছক্কা হাঁকিয়েছিল।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

35m ago