আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড হলো এবার।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার রেকর্ড

শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা
ছবি: এএফপি

ইংল্যান্ডের মাটিতে গত বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে হয়েছিল রেকর্ড। নটিংহ্যামে দুই দল মিলে তুলেছিল ৭১৪ রান। সেই কীর্তি এবার ভাঙা পড়ল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা মিলে করল ৭৫৪ রান। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি।

শনিবার ভারতের দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে বয়ে গেছে রেকর্ডের বন্যা। আর সেখানে অনায়াসে জিতে এবারের বিশ্বকাপে শুভ সূচনা করেছে প্রোটিয়ারা। তারা পেয়েছে ১০২ রানের বিশাল জয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলটি। ৫ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে ৪২৮ রান। এরপর বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডের ভাগীদার হলেও ৪৪.৫ ওভারে ৩২৬ রানে আটকে যায় লঙ্কানরা।

লক্ষ্য তাড়ায় নামা শ্রীলঙ্কা চাহিদার সঙ্গে মিল রেখে দ্রুতগতিতে রান তুলতে থাকে। কুসল মেন্ডিসের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে তারা আনে ৯৪ রান। সেই ধারা বজায় থাকে আরও অনেকটা সময়, যেখানে ভূমিকা ছিল চারিথ আসালাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকার। কিন্তু তিনজনই ফিফটি করে নেন বিদায়। আর কোনো জুটিই স্পর্শ করতে পারেনি শতরান। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থমকে যেতে হয় দলটিকে।

মেন্ডিস চারটি চার ও আটটি ছয়ে ৪২ বলে ৭৬, আসালাঙ্কা আটটি চার ও চারটি ছয়ে ৬৫ বলে ৭৯ ও শানাকা ছয়টি চার ও তিনটি ছয়ে ৬২ বলে করেন ৬৮ রান। শেষদিকে ৩১ বলে ৩৩ রানের ইনিংসে হারের ব্যবধানই কেবল কমায় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৬৮ রানে ৩ উইকেট নেন জেরাল্ড কোয়েটজি। দুটি করে শিকার ধরেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

এর আগে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। একজন-দুজন নয়, দলটির তিন ব্যাটার পান সেঞ্চুরি। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন তিন অঙ্ক ছোঁয়ার পর এইডেন মার্করাম করেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এবারের বিশ্বকাপ দিয়ে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া ডি কক ৮৪ বলে ১০৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১২টি চার ও তিনটি ছক্কা। তিনে নামা ডুসেন ১১০ বলে ১৩টি চার ও ২টি ছয়ে করেন ১০৮ রান। বাভুমা দ্রুত আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১৭৪ বলে ২০৪ রানের জুটি।

চারে নেমে ৫৪ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রান করেন ম্যাচসেরা মার্করাম। ইনিংসের ৩১তম ওভারে ক্রিজে গিয়ে ৪৮তম ওভার পর্যন্ত টেকেন তিনি। মাঝে তাণ্ডব চালিয়ে ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে গড়েন রেকর্ড। তিনি ফিফটিতে পৌঁছেছিলেন ৩৪ বলে। অর্থাৎ পরের পঞ্চাশের জন্য তার লাগে মাত্র ১৫ বল। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়ানের। ২০১১ সালের আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম কোনো ম্যাচে এক দলের তিন ব্যাটার সেঞ্চুরি করেন। সব মিলিয়ে ওয়ানডেতে এমন কিছু ঘটল চতুর্থবার, যার তিনটির সঙ্গেই জড়িয়ে দক্ষিণ আফ্রিকার নাম।

Comments

The Daily Star  | English
future of bangladesh after banning awami league

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

15h ago