চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্ষুব্ধ গম্ভিরের সমালোচকদের প্রতি প্রশ্ন, ‘কীসের অন্যায্য সুবিধা’

ছবি: এএফপি

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল, যারা সব ম্যাচ একই শহরে থেকে একই ভেন্যুতে খেলছে। এতে দুবাইয়ের পিচের সঙ্গে তাদের অভ্যস্ততা তৈরি হওয়ায় বাড়তি সুবিধা মিলছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ফন ডার ডাসেন। সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে একই ধাঁচের একটি প্রশ্নে রীতিমতো তেতে উঠলেন ভারতীয় কোচ গৌতম গম্ভির।

বিভিন্ন পরিস্থিতিতে নানা কারণে মেজাজ হারানোর নজির কম নেই সাবেক ব্যাটার গম্ভিরের। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন ঘটনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন গম্ভির। স্বদেশি একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে সমালোচকদের একহাত নেন তিনি।

ক্ষুব্ধ গম্ভির বলেন, তারা কোনো বাড়তি বা অন্যায্য সুবিধা পাচ্ছেন না, 'এই যে এত বিতর্ক চলছে অন্যায্য সুবিধা পাওয়াসহ আরও নানা কিছু নিয়ে। কীসের অন্যায্য সুবিধা? এখন পর্যন্ত আমরা এখানে (দুবাইয়ের মূল মাঠে) একদিনও অনুশীলন করিনি। আমরা অনুশীলন করছি আইসিসি একাডেমিতে। ওখানকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য ১৮০ ডিগ্রি! ওখানকার উইকেট ও এখানকার উইকেটের পার্থক্য আকাশ-পাতাল।'

মানসিকতা পরিবর্তন করে সমালোচকদের উদার হওয়ার পরামর্শ দেন তিনি, 'কিছু লোক সব সময়ই সংকীর্ণ মানসিকতার। তাদের উচিত পরিণত হওয়া। আমার মনে হয় না, আমাদের কোনো অন্যায্য সুবিধা মিলেছে বা আমরা সেরকম কোনো পরিকল্পনা করেছি।'

দুবাইয়ের কন্ডিশন ও উইকেটের সঙ্গে মিল রেখে একাদশে স্পিনারদের আধিক্য থাকা নিয়ে গম্ভিরের বক্তব্য, 'প্রথমত, এটা আমাদের জন্য ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্যদের জন্য অন্য কোনো ভেন্যু। সবশেষ কবে কোন টুর্নামেন্টে আমরা এখানে খেলেছিলাম তা মনেও নেই! সত্যি বলতে, এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমরা দুজন বিশেষজ্ঞ স্পিনার (কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী) খেলিয়েছি, বাকি দুজন অলরাউন্ডার (অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা)। পাকিস্তানে খেললেও এটাই করতাম।'

ভারত দল পাকিস্তান সফরে যেতে না চাওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এমনকি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানকেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে গিয়ে খেলতে হয়েছে। ভারত ফাইনালে ওঠায় দুবাইতেই হবে শিরোপা নির্ধারণী লড়াই।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago