চ্যাম্পিয়ন্স ট্রফি

ভেন্যু নিশ্চিত না হয়েও দুবাই ভ্রমণে অন্য এক সুযোগ দেখছেন প্রোটিয়া পেসার

Marco Jansen

গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। রানার্সআপ হয়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া। তাদের গ্রুপের সব সমীকরণ শেষ হলেও সেমিফাইনালের ভেন্যু এখনো নিশ্চিত না। ভারতের বিপক্ষে সেমির সম্ভাবনা মাথায় নিয়ে দুই দলই উড়ে গেছে দুবাইতে। আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর একদলকে আবার ফিরতে হবে পাকিস্তানে!

অর্থাৎ কোন এক দলকে না খেলেই দুবাই ভ্রমণ করতে হবে। এমনটা হচ্ছে অবশ্য টুর্নামেন্টের হাইব্রিড মডেল এবং ভারতের সেমিফাইনাল দুবাইতে রাখতে হওয়ার কারণে। এমন অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা, সমালোচনা হলেও দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেন দুবাই ভ্রমণকে অহেতুক বলতে চাইছেন না, তার কাছে এটা কোন বিড়ম্বনাও মনে হচ্ছে না।

বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজনৈতিক কারণে পাকিস্তানে দল পাঠাতে রাজী হয়নি ভারত সরকার। ২০২৭ সাল পর্যন্ত আইসিসির আসরের বেলায় পরে হয় সমঝোতা।  এই সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত বৈশ্বিক আসরে ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, আবার ভারতে অনুষ্ঠিত বৈশ্বিক আসরে পাকিস্তানও খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

আগামী ৪ মার্চ দুবাইতে রাখা হয়েছে একটি সেমিফাইনাল, যেখানে খেলবে ভারত। তবে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজকের ম্যাচের পর। ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে তারা গ্রুপ সেরা হবে। সেক্ষেত্রে 'বি' গ্রুপের রানার্সআপ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে তাদের সেমিফাইনাল ম্যাচ। ভারত হেরে গেলে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলবে দুবাইতে।

প্রশ্ন আসতে পারে, আগেভাগে দুবাই না এনে দুই দলকে পাকিস্তানে অপেক্ষা করিয়ে রাখা যেত। আসলে লাহোরে অপেক্ষা না করিয়ে দুই দলকে আইসিসি দুবাইতে উড়িয়ে এনেছে অনুশীলন সুবিধা দিতে। আজকের ম্যাচের পর যদি কোন দল দুবাই আসতে চায় তাহলে তারা সর্বোচ্চ মাত্র একটা অনুশীলন সেশন পেতে পারে সেমির আগে। ভারতের প্রতিপক্ষ যাতে পর্যাপ্ত অনুশীলন করতে পারে সেজন্য আইসিসির এই বাড়তি ভ্রমণ ব্যবস্থা।

তবে এই ব্যবস্থা নিয়ে বিতর্কও হচ্ছে। সেমিফাইনাল সূচি কেন আরেকটু পিছিয়ে দেওয়া গেল না এমন মতামত দিচ্ছেন অনেকে।

ইয়ানসেনের বাড়তি ভ্রমণে কোন সমস্যা নেই। পাকিস্তান থেকে দুবাই পৌঁছাতে লাগে ঘণ্টা দেড়েক। ওটা তার কাছে অন্য কারণে বেশি উপভোগ্য, দুবাইর ফ্লাইটে উঠার আগে এমনটাই বলেন,  'আমি কোনো সমস্যা দেখছি না। আমি দীর্ঘদিন গলফ খেলিনি, কাজেই আমি সেদিকে মুখিয়ে আছি (দুবাইতে গলফ খেলতে)। ভাগ্য ভালো এটা ছোট ফ্লাইট- ঘণ্টা দেড়েকের ব্যাপার। এটা ডমেস্টিক ফ্লাইটের মতন। কাজেই খুব বেশি বিড়ম্বনার কিছু নেই। যেটা বললাম আমি গলফের জন্য রোমাঞ্চিত।'

ভারত নিউজিল্যান্ডকে হারালে কিউইদের বিপক্ষে লাহোরে সেমি খেলবে প্রোটিয়ারা। আবার দুবাই খেলতে হলেও কোন সমস্যা দেখেন না তিনি, 'দেখা যাক তারা নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন খেলে। এটা ঠিক করবে আমরা সেমি কোথায় খেলব। আমর যদি দুবাইতে খেলি তাহলে এখানে অনুশীলনের দারুণ সুযোগ। আমার মনে হয় না এটা কারো জন্য বাড়তি সুযোগ।'

Comments

The Daily Star  | English

Shoot directly: Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use; verified call recording also suggests she gave order to open fire on July uprising protesters

41m ago