বাবর আজমকে ‘প্রতারক’ বললেন শোয়েব আখতার

Shoaib Akhtar calls Babar Azam

স্বাগতিক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়া পাকিস্তান দলের সমালোচনায় মুখর দেশটির সাবেক তারকারা। সবচেয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। এই ব্যাটারকে তুলোধুনো করলেন সাবেক গতি তারকা শোয়েব আখতার। বিরাট কোহলির প্রশংসা করে বাবরকে রীতিমতো প্রতারক ডেকেছেন তিনি।

ভারত-পাকিস্তানের সমর্থকগোষ্ঠি ও মিডিয়া হাইপের কারণে কোহলির সঙ্গে বাবরকে তুলনায় আনা হয় নিয়মিত। যদিও পরিসংখ্যানে এখনো কোহলির কাছাকাছি আসতে পারেননি পাকিস্তানের ব্যাটার।

এক টিভি শোতে অংশ নিয়ে শোয়েব প্রশ্ন উঠিয়েছেন এই 'তুলনা' নিয়ে। এক্ষেত্রে কোহলি কাকে রোল মডেল বানিয়েছেন আর বাবর কাকে সেই প্রসঙ্গ টেনে কথা বলেছেন তিনি,  'আমরা প্রায়শই বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করি। কিন্তু আমাকে বলেন বিরাট কোহলির রোল মডেল কে? এটা শচিন টেন্ডুলকার, যার কিনা একশোটা আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। কোহলি সেই লিগ্যাসি তাড়া করছে।'

এরপরই বাবরের মানসিকতা নিয়ে আলাপ শুরু করেন শোয়েব। বাবরকে রীতিমতো প্রতারক ডেকে বসেন তিনি,  'বাবর আজমের রোল মডেল কেন? কোন ক্রিকেটারের নাম বলছি না, কিন্তু আপনি ভুল রোড মডেল বেছে নিয়েছেন। আপনার চিন্তাভাবনা ভুল। আপনি শুরু থেকেই প্রতারক ছিলেন।'

গত রোববার ভারতের বিপক্ষে ২৬ বলে ২৩ রান করে আউট হন বাবর। ২৪১ রান তাড়ায় কোহলি ১১১ বলে ১০০ রান করে জেতান তার দলকে। বাবর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রান পেলেও খেলার ধরণে পড়েন নিন্দায়।

৩২১ রান তাড়ায় ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলে হারর কারণ হন তিনি। সেদিকে ঈশারা করে শোয়েব কোহলি প্রশংসা করেন,  'যখন বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে খেলে, আপনি জানেন সে সেঞ্চুরি করে বসবে। সে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি, সাদা বলের রান মেশিন। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সংশয় নেই। আমি সত্যিই তার জন্য খুশি। সে যত প্রশংসায় পায় সেসবের সে যোগ্য।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

5h ago