মেসির সেই গোল কেন বৈধ জানালেন ফাইনালের রেফারি
প্রায় দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে কাতার বিশ্বকাপের ফাইনাল ফের আয়োজনের দাবি জানিয়ে পিটিশন করেছে ফরাসিরা। তাদের দাবি মেসির করা তৃতীয় গোলটি অবৈধ ছিল। কারণ সে সময়ে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ভেতরে ঢুকে গিয়েছিলেন। তবে ফরাসিদের সে সকল দাবি উড়িয়ে দিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি সিমন মার্চিনিয়াক।
মূলত ফ্রান্সের সংবাদমাধ্যম লা'কিপের বরাতে গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। ফাইনালে সেদিন আর্জেন্টিনার তৃতীয় গোলের সময় দেখা যায় রিজার্ভ বেঞ্চের দুই জন খেলোয়াড় মাঠে ঢুকে গিয়েছিলেন। লাউতারো মার্তিনেজের শট গোলরক্ষক হুগো লরিস ফেরালে মেসির নেওয়া শটের সময় তারা মাঠে প্রবেশ করেন। তাতেই যতো আপত্তি ফরাসিদের।
আগের দিন নিজের দেশ পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এসব কিছুর ব্যাখ্যা দিয়েছেন ফাইনালের রেফারি মার্চিনিয়াক। মেসির গোল বাতিল করলে এমবাপের গোলও বাতিল হতে পারতো বলে জানান তিনি। কারণ এ ফরাসি তরুণের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন বলে জানান এ পোলিশ রেফারি।
'আমি বলব ফরাসি সংবাদমাধ্যমটি বোকার মতো কাজ করেছে। কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের সাতজন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল,' এটা বলে নিজের মোবাইলে থাকা সেই ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন মার্চিনিয়াক।
উল্টো রেফারিং নিয়ে ম্যাচ শেষে ফরাসিদের প্রশংসা পেয়েছেন বলেন জানান মার্চিনিয়াক, 'আমার কাছে খেলোয়াড়দের প্রতিক্রিয়াটাই সবচেয়ে বড়। ম্যাচ শেষে অলিভিয়ের জিরু এসে আমার সঙ্গে হাত মেলাল। হুগো লরিস, কিলিয়ান এমবাপেরা হাত মেলাল, ধন্যবাদ দিল। ওদের কেউ রেফারিং নিয়ে কোনো অভিযোগ জানায়নি।'
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, গোলের মুহূর্তে শুধুমাত্র কোনো খেলোয়াড় মাঠে ঢুকে পড়লেই বাতিল হয় না গোল। তবে মাঠে ঢুকে পড়া খেলোয়াড় বা স্টাফরা খেলার ভেতর কোনো প্রভাব রাখলেই বাতিল হয়। মেসি ও এমবাপে দুইজনের গোলের সময়ই ঢুকে পড়া খেলোয়াড়রা ছিলেন অনেক দূরে।
Comments