এমিলিয়ানোর আচরণ কেড়ে নিয়েছে আর্জেন্টিনার অর্জন: ভিয়েরা

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচানোর পিছনে বড় অবদান রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু ফাইনাল ম্যাচশেষে বাধভাঙা আনন্দে উদযাপনে একটু বেপোরোয়া হয়ে পড়েছিলেন তিনি, আর তাতেই ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। তবু থামেননি আলবিসেলেস্তে গোলরক্ষক। নিজ দেশ আর্জেন্টিনায় উদযাপনের সময়ও কিলিয়ান এমবাপেকে অপমানের অভিযোগ ওঠে। তাতে আর্জেন্টিনার অর্জন কিছুটা হলেও কমেছে বলে মনে করেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লাভস' গ্রহণ করেন মার্তিনেজ। তবে এরপরই সেটা (গোল্ডেন গ্লাভস) নিয়ে অনেকটা অশ্লীল ভঙ্গি করেন ৩০ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচশেষে ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় এমবাপেকে নিয়ে মস্করায়ও মাতেন তিনি।

কাতার থেকে ফিরে আর্জেন্টিনায় দেশবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়ও এমিলিয়ানোর উদযাপন নিয়ে বিতর্ক হয়েছে। এমবাপের মুখের আকৃতির একটি শিশু পুতুল কোলে নিয়ে ঘুরতে দেখা যায়। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। অনেকেই একে আখ্যা দেন 'অখেলোয়াড়সুলভ আচরণ' হিসেবে। অ্যাস্টন ভিলা গোলরক্ষকের এসব আচরণে বেজায় চটেছেন ক্রিস্টান প্যালাসের কোচ ভিয়েরা।

শুক্রবার সংবাদকর্মীদের ৪৬ বছর বয়সী এই কোচ বলেন, 'বিশ্বকাপের পর এমবাপেকে উদ্দেশ্য করে যে গালাগাল আর মন্তব্যগুলো করা হয়েছে সেগুলোর কথা বলতে গেলে, আমি মনে করি এটা করে সে খেলা ও তার (এমিলিয়ানো) নিজের ক্ষতি করছে। আর্জেন্টিনা গোলরক্ষকের কিছু ছবি আমি দেখেছি যেগুলো আর্জেন্টিনা বিশ্বকাপে যেটা অর্জন করেছে তা থেকে কিছুটা কেড়ে নিয়েছে।'

মার্তিনেজের এমন আচরণ বোকামিই লেগেছে সাবেক আর্সেনাল কিংবদন্তির কাছে, 'আমার মনে হয় না তাদের এটার প্রয়োজন ছিল। কখনো কখনো আপনি মানুষের আবেগ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু মার্তিনেজের (এমবাপের প্রতি সেই উদযাপন) এমন করার সিদ্ধান্ত বোকামি ছিল। (এগুলো দেখে) আমি খুবই হতাশ হয়েছিলাম।'

মার্তিনেজ ও আর্জেন্টিনার কিছু ভক্তের আচরণকে 'আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের কালো দিক' বলেও আখ্যা দেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরা ভিয়েরা, 'আমি এটা মনে রাখতে চাই ও সেই সব মূর্খ ভক্ত যারা আর্জেন্টিনা মাঠ ও মাঠের বাইরে যা অর্জন করেছে তার ওপর কালিমা লেপন করেছে তাদের কথা ভাবতে চাই না। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এটাই কালো দিক।'

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

12h ago