অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-পারেদেসরা
বিপুল উৎসবের মঞ্চে আঘাত হানতে পারত বড় বিপদ। আনন্দ রূপ নিতে পারত বিষাদে। ছাদখোলা বাসে উদযাপনের সময় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ তারকা।
মঙ্গলবার ভোরে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে আর্জেন্টিনা দল। বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মেসিদের এক নজর দেখতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় জড়ো হন লাখ লাখ মানুষ। ছাদখোলা বাসের একদম উপরে ট্রফি হাতে বসে মেসিরা দিচ্ছিলেন তাদের ভালোবাসার জবাব।
বাসের ছাদের উপরে বসে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। নিচে সমর্থকদের দিকে সাড়া দিতে দিতে ছুটতে থাকায় সামনে গিয়ে আছে খেয়াল করেননি। হুট করেই সামনে এসে পড়ে একটি বৈদ্যুতিক তার।
Messi and his teammates had a close miss here pic.twitter.com/nQtNwE9Cpc
— ESPN FC (@ESPNFC) December 20, 2022
শেষ মুহূর্তে দ্রুত মাথা নামিয়ে নিজেদের রক্ষা করেন তারা। বাকিরা পুরোপুরি আঘাতমুক্ত থাকলেও পারেদেসের মাথায় হালকা চোট লেগেছে, তার মাথার ক্যাপটিও নিচে পড়ে যায়।মাথা না নামাতে পারলে ঘটতে পারত বড় বিপদ। ভারসাম্য হারিয়ে নিচে ছিটকে পড়ে যেতে পারতেন তারা।
৩৬ বছর পর আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতেছে। লম্বা শিরোপা খরার পর এবারের বিজয়ে স্বাভাবিকভাবেই দেশটিতে আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার ভোরে মেসিদের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণা করে আর্জেন্টিনা সরকার।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ ও অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ সমতা ছিল দুদলের।
Comments