মেসিকে নিয়ে বাজী ধরে সাড়ে ৮ লাখ টাকা জিতলেন আগুয়েরো
কাতার বিশ্বকাপই হয়তো ছিল লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সর্বোচ্চ মর্যাদার আসরে নিজেকে প্রমাণের শেষ সুযোগ ছিল তার সামনে। আর সেই সুযোগ বেশ ভালো মতোই লুফে নিয়েছেন ক্ষুদে জাদুকর। তার হাত ধরে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার খরা। গোল করে, করিয়ে ও সতীর্থদের একের পর এক সুযোগ তৈরি করে দিয়ে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজি তারকা। আর মেসি এই পুরস্কার পাওয়ায় লাভবান হয়েছেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ সের্জিও আগুয়েরো।
বিশ্বকাপ শুরুর আগে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা বাজি ধরেছিলেন মেসিই হবেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়। আর শেষ পর্যন্ত সত্যি হয় সেটাই। আসরজুড়ে সাত গোল, তিন অ্যাসিস্ট ও মোট ২১ বার গোলের সুযোগ তৈরি করে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন আর্জেন্টাইন অধিনায়ক। ছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের দৌড়েও। কিন্তু ফাইনালে মেসিদের কাছে বিশ্বকাপ হারালেও অনবদ্য হ্যাটট্রিকে গোল্ডেন বুট নিজের নামে করে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
সোমবার নিজের স্বীকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দেন আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা আগুয়েরো। যাতে দেখা যায় মেসি গোল্ডেন বল জেতায় বাজিতে ৮২৬৪ ডলার জিতেছেন তিনি। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা! ক্ষুদে জাদুকরই এই পুরস্কার জিতবে এমনটা অনুমান করে ১০০১ বাজি ধরেছিলেন আর্জেন্টিনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সঠিক প্রমাণিত হওয়ায় যেটা পরবর্তীতে বাড়ে ৭২৬৩ ডলার।
স্টোরির নিচে আগুয়েরো হাসির ইমোজি ব্যবহার করে লিখেন, 'গত ১৭ নভেম্বর, আমি বাজি ধরেছিলাম যে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন মেসি এবং আমি ঠিকই বুঝতে পেরেছিলাম।'
গোটা আসরের মতো রোববারের ফাইনালেও আলো ছড়িয়েছেন মেসি। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে প্রথম এগিয়ে নিয়েছিলেন তিনিই। এরপর দি মারিয়ার গোলটির বিল্ডআপেও ছিল তার অবদান। এমবাপের নৈপুণ্যে ফ্রান্স সমতা টানার পর অতিরিক্ত সময়ে মেসির গোলেই ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারেও প্রথম পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তিনি।
Comments