মেসি-ম্যারাডোনার তুলনা পছন্দ নয় জানেত্তির
ক্যারিয়ারে কেবল এক বিশ্বকাপটাই অধরা ছিল লিওনেল মেসির। কাতারেই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলেছেন ক্ষুদে জাদুকর। ফলে অনেকের মতে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে ইতিহাসের সেরা ফুটবলার এখন মেসি। তবে এমনটা মনে করেন না সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের জানেত্তি। এই দুই মহাতারকার তুলনাও অপছন্দ তার।
ক্লাব ফুটবলে সাফল্যের কোন কমতি নেই সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির। তবে জাতীয় দলের হয়ে অর্জনের খাতাটা দীর্ঘদিন ছিল শূন্য। গত বছর কোপা আমেরিকা শিরোপা জিতে ঘুচান সেই আক্ষেপ। আর এবার মরুর বুকের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্নটাও সত্যি করেন পিএসজি তারকা। তাতেই সর্বকালের সেরা দাবিটা জোরালো হতে থাকে।
তবে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনাকে পার করে ফেলেছেন মেসি এমনটা মানতে নারাজ জানেত্তি। এমনকি মেসি-ম্যারাডোনার মধ্যে কে সেরা সেই বিতর্কও পছন্দ নয় তার। এ বিতর্কে না জড়িয়ে আর্জেন্টাইনদের কৃতজ্ঞ থাকার আহ্বান জানান সাবেক ইন্টার মিলান তারকা।
সেরার দৌড়ে ম্যারাডোনাকে মেসি পেছনে ফেলেছেন কিনা প্রশ্নে আমেরিকান ক্রীড়া বিশ্লেষক সংস্থা স্ট্যাটস পারফর্মের সঙ্গে আলাপকালে জানেত্তি বলেন, 'না, আমার মতে নয়। আমি এই (মেসি-ম্যারাডোনার) তুলনা পছন্দ করি না। আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ যে ফুটবল ইতিহাসের দুজন সেরা খেলোয়াড় আর্জেন্টাইন। আমি মনে করি না (মেসি) বদলে গেছে। আমার মনে হয় সে এখন আরও পরিণত এবং এবার সে তার নেতৃত্ব দলের অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।'
তবে দীর্ঘ প্রতীক্ষার পর মেসিরা বিশ্বকাপ জিততে পারায় দারুণ উচ্ছ্বসিত জানেত্তি, 'ছেলেরা আমাদের যে আবেগ উপহার দিয়েছে সেটা দারুণ। কারণ আমরা অনেকদিন ধরেই এটার জন্য অপেক্ষা করছিলাম। তারা এটা পেরেছে, বিশ্বজুড়ে লাখো আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন ছিল এটা। আর্জেন্টাইনদের জন্য এটা দারুণ একটা ফাইনাল ছিল কারণ মনে হচ্ছিল সবকিছুই আমাদের দিকে যাচ্ছে। কিন্তু এরপর ফ্রান্স দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল।'
Comments