শেষ অবধি লড়াই করতে শেখানোয় মেসিকে ধন্যবাদ আন্তোনেলার
২০১৪ সালে বিশ্বকাপ জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। আট বছর বাদে অধরা শিরোপার নাগাল পেলেন তিনি। গোটা ফুটবল দুনিয়া দেখল আর্জেন্টিনা অধিনায়কের হাসিমুখ। মেসির সাফল্যের চূড়ায় পৌঁছানোর রাতে অনুমিতভাবেই গর্বিত স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
রোববার কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে রুদ্ধশ্বাস লড়াই নির্ধারিত ও অতিরিক্ত ১২০ মিনিট মিলিয়ে শেষ হয় ৩-৩ সমতায়। পেনাল্টি শুটআউটে জিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে আলবিসেলেস্তেরা। লিওনেল স্কালোনির শিষ্যরা ইতি টানেন বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৬ বছরের লম্বা অপেক্ষার। মহাতারকা মেসি পরম আকাঙ্ক্ষিত শিরোপাতে আঁকেন চুমু, পেয়ে যান অমরত্ব।
গোটা আসরে মেসি দেখান ধারাবাহিক পারফরম্যান্স। কে বলবে তার বয়স ছাড়িয়ে গেছে ৩৫ বছর! প্রয়োজনের মুহূর্তগুলোতে জ্বলে ওঠেন নিজের শেষ বিশ্বকাপে অংশ নেওয়া ফরোয়ার্ড। নকআউট পর্বের চার ম্যাচের সবকটিতে লক্ষ্যভেদ করেন মেসি। শিরোপার পাশাপাশি সাত গোল ও তিন অ্যাসিস্ট করে তিনি হন আসরের সেরা খেলোয়াড়। প্রথম ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল জিতে গড়েন ইতিহাস।
অথচ দুই বছর আগেও আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপার ঝুলি ছিল খালি। একটি বিশ্বকাপ ও টানা দুটি ফাইনাল হারের পর ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন তিনি। কী কঠিন ছিল সেই সময়, ছিল কী যন্ত্রণাদায়ক! অথচ ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব দলীয় ও ব্যক্তিগত অর্জনে লেখা আছে মেসির নাম। তবে মেসি ফিরে আসেন জয় করতে। বেদনা, হতাশা, আক্ষেপ ঝেড়ে তিনি ঘুরে দাঁড়ান আরও শক্তিশালী হয়ে। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। অবসান হয় তাদের ২৮ বছরের শিরোপাখরার, অবসান হয় মেসির অপেক্ষার। কিন্তু মেসির স্বপ্ন তো বিশ্বকাপ জয়! কোচ স্কালোনি ও এক ঝাঁক নিবেদিতপ্রাণ সতীর্থ এবার এগিয়ে আসেন। তাদের সহায়তা আর নিজের ধার বাড়িয়ে মেসি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। অবশেষে কাতারের মাটিতে তার হাতে ওঠে সোনালী ট্রফি।
মেসির স্বপ্ন পূরণের সংগ্রাম সবচেয়ে কাছ থেকে দেখেছেন তার স্ত্রী। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আন্তোনেলা লিখেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন। আমি কীভাবে শুরু করব তা জানিই না... আমরা তোমার জন্য ভীষণ গর্ব অনুভব করছি মেসি। আমাদের কখনোই হাল ছেড়ে না দিতে, আমাদের শেষ অবধি লড়াই করতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। অবশেষে এটা হয়েছে। তুমি একজন বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা জানি তুমি এত বছর ধরে কী কষ্ট পেয়েছ, তুমি এটা অর্জন করতে চেয়েছিলে! এগিয়ে যাও আর্জেন্টিনা।'
সাফল্যের শিখরে পৌঁছানোর পর মেসির উদযাপনে ছিল স্ত্রী-সন্তানদের সরব উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো পরিবারের উল্লাসের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ হয়েছে ভাইরাল।
Comments