নতুন কিছু পেতে মরিয়া এমবাপে, জানালেন দেশম

Kylian Mbappe

এবারের ইউরো কাপে এখনো নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপে। একটি গোল করেছেন, একটি করিয়েছেন। চোটের কারণে এখনো নিজেকে নিংড়ে দিতে পারেননি। তার পারফরম্যান্স নিয়ে তাই প্রশ্ন উঠেছে ফরাসি মিডিয়ায়। তবে কোচ দিদিয়ের দেশম পাশে থাকছেন দলের সেরা তারকার। শতভাগ ফিট না থাকলেও স্পেনের বিপক্ষে এমবাপেকে শুরু থেকে চান ফ্রান্স কোচ।

ইউরোতে এবার সবগুলো ম্যাচ খেলেননি এমবাপে। প্রথম ম্যাচে নাক ভেঙে যাওয়ার পর এক ম্যাচ ছিলেন বিশ্রামে। নকআউট ধাপেও এক ম্যাচে পুরোটা থাকতে পারেননি মাঠে। ৪ ম্যাচে ৩৭৪ মিনিট মাঠে ছিলেন তিনি, দৌড়েছেন ৩৪.৫ কিলোমিটার।

স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে সেরা অবস্থার এমবাপেকে চাইবে ফ্রান্স। এমবাপের সমালোচনাকারীদের মুখ বন্ধ করে তাই পেছনে তাকাতে বললেন দেশম, 'এমবাপের সমালোচকদের দেখলে খারাপ লাগে। তারা কি ভুলে গেলেন ছেলেটা কত অল্প বয়সে কত কীর্তি করেছে? আরও নতুন কিছু করতে ও মরিয়া। আমার জানা নেই আর কোন ফুটবলার বিশ্বকাপ ফাইনালে এত দাপটের সঙ্গে হ্যাটট্রিক করেছে।'

এবার ইউরোতে সবচেয়ে ছন্দময় ফুটবল খেলছে স্পেন। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলছে তারা। স্পেনের ছন্দে মুগ্ধ আর ভীতি দুটিই দেখছেন দেশম। আর এজন্য এমবাপেকে শুরু থেকেই মাঠে চাইছেন তিনি,  'স্পেন দলের খেলা আমাকে মুগ্ধ করেছে, উদ্বিগ্নও করছে। যে অবিরাম পাসের ফোয়ারা বইয়ে দিচ্ছে স্পেনের তরুণরা এটার সঙ্গে পাল্লা দিতে কিলিয়ানকে শুরু থেকেই মাঠে লাগবে। ও যদি শতভাগ সুস্থও না থাকে তাও তার উপস্থিতি খুব দরকার।'

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইউরোর ফাইনালে উঠার লড়াইয়ে নামবে বিশ্বের দুই ফুটবল পরাশক্তি স্পেন-ফ্রান্স।

Comments

The Daily Star  | English

57pc graduates struggle to get jobs: study

Around 57 percent graduates in Public Health discipline face significant challenges in finding jobs in relevant fields, according to a new study by Bangladesh Health Watch (BHW)

6h ago