যেখানে ইউরোর চেয়ে কোপা পিছিয়ে, জানালেন এমিলিয়ানো

অবশেষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেতে পেরেছে আর্জেন্টিনা। কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এমন জয়ের পরও খুশি নন আর্জেন্টাইনরা। মূলত মাঠের অবস্থা পছন্দ হয়নি তাদের। আর এখানেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে কোপা আমেরিকার আসর পিছিয়ে রয়েছে বলে জানান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কানাডার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের কোপা আমেরিকা। নয়নাভিরাম এই স্টেডিয়াম খেলোয়াড়দের মন কেড়ে নিলেও কৃত্রিম টার্ফের অবস্থায় বেশ বিরক্ত তারা।

এদিকে সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবল ও ল্যাটিন আমেরিকার ফুটবল নিয়ে অনেক বিতর্কই হয়েছে। যার উৎস ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের চেয়েও ইউরোকে এগিয়ে রেখেছিলেন তিনি। এর আগে ল্যাটিন আমেরিকার ফুটবলের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা।

এসবের মাঝেই ইউরোর সঙ্গে কোপা আমেরিকার তুলনা দিয়ে লাউতারো বলেছেন, 'কানাডার সঙ্গে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। যদিও, মাঠের অবস্থা আমাদের বেশ ভুগিয়েছে। আমাদের এই দিকটাও (মাঠ) উন্নত করতে হবে। অন্যথায়, কোপা আমেরিকা সবসময় ইউরো কাপের চেয়ে নিম্ন স্তরে থেকে যাবে।'

এদিন বেশ কিছু সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি সহ আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই। এর জন্য টার্ফকে দায় দিয়েছেন এই গোলরক্ষক, 'আমরা আরও অনেক গোল করতে পারতাম। এটা (টার্ফ) বিপজ্জনক ছিল। যখন আপনি দৌড়াবেন, তখন আপনি লাফিয়ে উঠবেন। আনহেল (দি মারিয়া) গোলরক্ষককে একা পেয়ে ছিল এবং তিনি ডান পায়ে ফিনিশ করতে চেয়েছিল কারণ সে বাঁ পায়ে নিতে পারেননি কারণ এটা (টার্ফ) খুব খারাপ ছিল।'

টার্ফ নিয়ে আপত্তি তুলেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও, 'মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। এমন মাঠে এই প্রতিযোগিতা খেলতে থাকা দুর্ভাগ্যজনক। এটা আমাদের খেলাকে অনেক জটিল করে তুলেছে, কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা ভালো খেলা খেলেছি।'

ক্ষোভ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনিরও, 'এমন বড় টুর্নামেন্টের জন্য এই মাঠ উপযোগী নয়। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা জিততে পেরেছি এ কারণে স্রষ্টাকে ধন্যবাদ। নইলে হয়তো মাঠের অজুহাতটা খুবই বাজে শোনাত। স্টেডিয়ামটি খুবই সুন্দর, ওদের টার্ফ চমৎকার। কিন্তু, খেলার মতো যথেষ্ট ভালো না।'

Comments

The Daily Star  | English

No bank closures despite financial struggles: Salehuddin

The adviser made these remarks today during a press conference at the Secretariat in Dhaka

2h ago