বিপিএল

কোনো টাকা না পেয়েই বাংলাদেশ ছাড়লেন সামারাকুন

ছবি: দুর্বার রাজশাহী

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট আঙিনা। অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর এই পরিস্থিতির সুরাহা কোনোভাবেই যেন মিলছে না। দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন বাংলাদেশ ছাড়ার আগে করে গেলেন বিস্ফোরক অভিযোগ। তার দাবি, পারিশ্রমিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে একটি টাকাও পাননি তিনি।

বিভিন্ন নেতিবাচক কারণে আলোচনার কেন্দ্রে থাকা চলমান বিপিএলে কেবল একটি ম্যাচ খেলেন সামারাকুন। গত ৩০ ডিসেম্বর আসরে রাজশাহীর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হতাশাজনক পারফরম্যান্সে চার ওভারে ৬৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এরপর থেকে বেঞ্চেই সময় কাটাতে হয় ২৭ বছর বয়সী ক্রিকেটারকে। তিনি বুধবার রাজশাহী দলের ক্যাম্প ছেড়ে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন।

বাংলাদেশ ত্যাগের আগে দ্য ডেইলি স্টারকে সামারাকুন বলেছেন, 'তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।'

চলতি বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করার ইস্যুতে বারবার উঠে এসেছে রাজশাহীর নাম। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। সাময়িক সমাধানের পর ঢাকা পর্বে ফের দেখা দিয়েছে সমস্যা। ঘটেছে নজিরবিহীন একটি ঘটনা। টাকা না পাওয়ায় গত রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ থাকলেও মাঠে যাননি রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। বিপিএলের নিয়ম অনুসারে, একাদশে সর্বনিম্ন দুজন বিদেশি খেলানোর বিধান থাকলেও দলটিকে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশিদের নিয়েই খেলে তারা।

গত ২১ জানুয়ারি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি অভিযোগও দায়ের করেন সামারাকুন। সেখানে তিনি উল্লেখ করেন কোনো টাকা না পাওয়ার কথা। শুধু তাই নয়। তার দাবি, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

সেসময় দ্য ডেইলি স্টারকে সামারাকুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই "কাল" আর কখনোই আসে না।'

বিসিবি আশ্বাস দেওয়ায় গত সোমবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহীর বিদেশিরা মাঠে নামেন। তবে পারিশ্রমিক নিয়ে জটিলতা এখনও কাটেনি। দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকেটার আগের দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, রংপুরের বিপক্ষে ম্যাচের দিন স্থানীয় খেলোয়াড়দের যে চেক দেওয়া হয়েছিল, সেগুলো বাউন্স করেছে। তাছাড়া, দৈনিক ভাতাও পাচ্ছেন না তারা। ঢাকা পর্বের শুরুতে টিম হোটেল পাল্টানো নিয়েও ঝামেলা পড়েছিলেন রাজশাহীর ক্রিকেটাররা।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

3h ago