বিপিএলের পরের আসরের দিনক্ষণ নির্ধারণ নিয়ে দুর্ভাবনায় বিসিবি

একেবারে বিপিএলের তিন আসরের প্রাথমিক সূচি গত জুলাইতে চূড়ান্ত করেছিল বিসিবি। কিন্তু বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে এবার শোনা গেল ভিন্ন সুর। আগামী বছরের আসরের জন্য উপযুক্ত দিনক্ষণ নির্ধারণ করতে দুর্ভাবনায় পড়েছেন তারা। একটি ফাঁকা সময় বিসিবি খুঁজে পেলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য বিপিএলের মাঝে থাকতে পারে বিরতি।
গত ১৭ জুলাই পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি জানিয়েছিল বিপিএলের পরের তিন আসরের প্রাথমিক সূচি চূড়ান্ত করার কথা। সেই সূচি অনুসারে, ২০২৪ সালের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য সময় ৬ জানুয়ারি এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৭ ফেব্রুয়ারি।
অনিশ্চয়তা তৈরি হয়েছে ওই প্রাথমিক সূচি অনুসারে পরের বিপিএল আয়োজনের। কারণ আগামী বছরের জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে জাতীয় নির্বাচন। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুলের কাছে প্রশ্ন রাখা হয় বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়ে। জবাব দিতে গিয়ে পরের আসরের দিনক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা জানান তিনি।
বিপিএলের দুই ম্যাচের ফাঁকে বিসিবি প্রধান বলেন, 'আমাদের সব সময় ইচ্ছা আরও বেশি জায়গায় (বিপিএলের খেলা) দেওয়ার। সমস্যাটা হয় কী, একটা জিনিস বুঝতে হবে, আমাদের সূচি এত আঁটসাঁট… এফটিপি (ভবিষ্যৎ সফরসূচি) তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চারটা দিন বের করার কোনো সুযোগ নেই। একটা ভেন্যু বাড়ানো মানেই আরও চার দিন নেই। দুই দিন করে আসা-যাওয়া চার দিন। আরও একটা (ভেন্যু) বাড়ালে আট দিন লাগবে।'
'সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই (আয়োজনের জন্য ফাঁকা সময়ই) আমরা এখন খুঁজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি কিন্তু মাঝে গ্যাপ (বিরতি) দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়! সব তো নির্বাচনে থাকবে।'
Comments