টস জিতে বোলিং বেছে নিল অপরিবর্তিত বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য এলো বাংলাদেশের পক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন অধিনায়ক তামিম ইকবাল। দুই দলেরই একাদশে নেই কোনো পরিবর্তন।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বৃষ্টির বাগড়ায় সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। এই ম্যাচের শুরুতেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। লম্বা সময়ের অপেক্ষা শেষে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর হলো টস।
বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে। দুই দল ৪৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে। পাওয়ার প্লেগুলো থাকছে যথাক্রমে ৯, ২৭ ও ৯ ওভারের।
গত মঙ্গলবার একই ভেন্যুতে আগের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তোলার পর নামা বৃষ্টি আর থামেনি। দীর্ঘ অপেক্ষার পর ভেস্তে যায় খেলা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু ব্যালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও গ্রাহাম হিউম।
Comments