শান্তর থ্রোয়ে আহত সহকারি কিউরেটর

curator injured
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

বাংলাদেশের ইনিংস শেষে তখন একদিকে চলছিল মাঠ প্রস্তুতের কাজ, আরেকদিকে ওয়ার্মআপে নেমে ফিল্ডিং অনুশীলন করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সময় অসতর্ক অবস্থায় নাজমুল হোসেন শান্তর একটি থ্রোতে আহত হয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক সহকারি কিউরেটর।

বুধবার চট্টগ্রামে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। লিটন দাসের ৪১ বলে ৮৩ রানে বাংলাদেশ করে ২০২ রান। এরপর ১০ মিনিটের ইনিংস বিরতিতে মাঠ প্রস্তুতের কাজ করতে থাকেন মাঠকর্মীরা। এই সময় তদারকিতে ছিলেন সহকারি কিউরেটর আব্দুল খালেক।

স্বাগতিক ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন চলাকালীন একটি থ্রোতে সরাসরি এসে আঘাত হানে খালেকের মুখে। নাকের নিচে কেটে যায় তার। অন্য মাঠকর্মীরা তখন ধরাধরি করে তাকে বাইরে নিয়ে যায়। পরে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। ক্ষত স্থানে দেওয়া হয়েছে দুটি সেলাই। এছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।  কিউরেটর জাহিদ রেজা বাবু দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আহত খালেক আপাতত বিপদমুক্ত আছেন।

curator injured
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

চট্টগ্রামে প্রতিকূল আবহাওয়ায় কিউরেটর ও মাঠকর্মীদের ছিল এদিন ব্যাপক ব্যস্ততা। দুপুর দেড়টায় নির্ধারিত সময়ে টস হলেও খানিক পরই নামে প্রবল বৃষ্টি। ২টা ২৫ মিনিটে বৃষ্টি পুরোপুরি থেমে এলে দ্রুতই মাঠ তৈরি করে ফেলেন মাঠকর্মীরা। আম্পায়াররা পর্যবেক্ষণ করে ৩টা ১৫ মিনিটে ১৯ ওভারের ম্যাচ খেলার ঘোষণা দেন। ২টা ৪৫ মিনিটে আবার নামে বৃষ্টি। আরও ২৫ মিনিট বৃষ্টির পর ফের মাঠ প্রস্তুত করতে থাকেন তারা। শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে ১৭ ওভারের ম্যাচ শুরু হয়। বাকি খেলা হয় নির্বিঘ্নে। মাঠকর্মীদের তৎপরতায় খুব বেশি সময় নষ্ট হয়নি ম্যাচের।

আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশের ২০২ রানের জবাবে স্রেফ ১২৫ রান করে বড় ব্যবধানে হারে আয়ারল্যান্ড।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago