‘অধিনায়ক এখন বিশ্বাস করবে যে আমি বল করতে পারি’

Najmul Hossain Shanto

আন্তর্জাতিক ক্রিকেটে হাতেগোনা কয়েক ওভার বল করার অভিজ্ঞতা ছিল নাজমুল হোসেন শান্ত, ঘরোয়া ক্রিকেটেও তাকে বোলিং করতে দেখা দুষ্কর। স্রেফ অনিয়মিত বোলার হয়ে শান্তই যেন দেখালেন ম্যাজিক। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সবচেয়ে টার্নিং উইকেট পেয়েছেন তিনিই। তার ব্রেক থ্রোর পরই হারতে বসা ম্যাচ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হওয়া শান্ত বলছেন, এখন থেকে বোলিংয়েও তার উপর বিশ্বাস রাখতে পারেন অধিনায়ক।

শান্ত যখন বল করতে আসেন ৯ ওভারে ম্যাচ জিততে ২৭৫ রান তাড়ায় আয়ারল্যান্ডের দরকার কেবল ৫২ রান। প্রথম চার বল থেকে ২ রান দেওয়ার পর পঞ্চম বলটি করেন অফ স্টাম্পের বাইরে খানিকটা টেনে। ফিফটি করা টেক্টর লোভে পড়ে করে বসেন ভুল। লং অন দিয়ে উড়াতে গিয়ে টামিংয়ে গড়বড় করে পরিণত হন লিটন দাসের দারুণ ক্যাচে।

এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশরা। মোস্তাফিজুর রহমান এসে দুর্দান্ত স্পেলে নেন পর পর তিন উইকেট। শেষ দিকে হাসান মাহমুদের স্নায়ু ধরে রাখায় ৪ রানে জিতে যায় বাংলাদেশ। ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ১ উইকেট নিয়ে তাতে বড় অবদান শান্তর। 

এর আগের ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। এদিন ব্যাট হাতে ৩২ বলে ৩৫ করার পর বোলিংয়ের ওই ঝলক। সিরিজ সেরার পুরস্কার নিতে এসে জানালেন নিয়মিত বোলিং অনুশীলন করারই ফল এটা,  'আমি প্রক্রিয়া অনুসরণ করেছি। আমি রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি, স্পিন বোলিং কোচকে অনেক ধন্যবাদ। অধিনায়ক বললেন আমি বল করব। মিরাজ আমাকে অনেক সাহায্য করেছে বোলিংয়ের সময়। আমি তার নির্দেশনা অনুসরণ করেছি।'

অফ স্পিন বল করেন অনেকটা মিরাজের ধরণে। জানালেন মিরাজকেই কপি করার চেষ্টা থাকে তার, 'আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি হয়নি।'

এমন পরিস্থিতিতে আগামীতেও দলের হয়েও বল হাতে অবদান রাখতে চান শান্ত। তার আশা অধিনায়ক এখন তাকে বোলিংয়েও ভরসা করবেন, 'আমি তাকে (অধিনায়ক) বলি আমাকে বল করতে দেওয়া উচিত। আমি এখনো অলরাউন্ডার না তবে তিনি সম্ভবত এখন বিশ্বাস করবে যে আমি বল করতে পারি। (হাসি)'

পরে অধিনায়ক তামিম জানান, শান্তকে ৪০ ওভারের আগে বল করতে আনার কোন চিন্তাই ছিল না তাদের। মাঠের এক পাশের বাউন্ডারি বড় দেখে অফ স্পিনার এনে মিলেছে সাফল্য,  '৪০ ওভারের আগ পর্যন্ত তাকে বল করার কথা ভাবনায় ছিল না। আমি শান্তকে এনেছি কারণ মিরাজ খুব ভাল বল করেছিল। ওই পাশটা বড় ছিল। মারাটা সহজ ছিল না। সে দারুণ করেছে। যদি অলরাউন্ডার হতে পারে তাহলে তো দারুণ (হাসি)।' 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago