হারিস রউফ যখন চামিকা করুনারাত্নের বলে বোল্ড হলেন তখন দলে দলে আফগানরা বের হয়ে এলেন কাবুলের রাস্তায়। রীতিমতো নেচে-গেয়ে বাজী ফুটিয়ে উল্লাস করলেন তারা। ব্যাপারটা এমন যেন জিতেছে তাদের নিজ দলই।
এশিয়া কাপের ফাইনালের আগের ১২ ম্যাচের নয়টিতে জিতেছিল পরে ব্যাট করা দল। কারণ, তখন রান তোলা তুলনামূলক সহজ হয়ে যায়।
ফাইনালে ১৭১ রানের লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ান খেলেন মন্থর ইনিংস।
পাকিস্তান দলের অন্যতম সেরা ফিল্ডার বিবেচনা করা হয় শাদাবকে। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে তিনিই করেন সবচেয়ে হতাশ।
৫৮ রানেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। অমন বিপদের পরিস্থিতিতে ভড়কে না গিয়ে, আড়ষ্ট না হলে পালটা আক্রমণে যান ভানুকা রাজাপাকসে আর ভানিন্দু হাসারাঙ্গা।
একজন টুর্নামেন্টে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, ফাইনালে খেলেছেন অবিস্মরণীয় ইনিংস। আরেকজন নিয়েছেন দলের সবচেয়ে বেশি উইকেট, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখিয়েছেন ঝাঁজ।
টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কার পক্ষে বাজী ধরার পক্ষে ছিলেন না হয়তো খোদ লঙ্কানরাও। তার উপর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়ে হারে বিবর্ণ শুরু। কিন্তু বাংলাদেশের বিপক্ষে...
সংযুক্ত আরব আমিরাতে রাতের আলোয় টি-টোয়েন্টি ম্যাচগুলোতে আগে বল করতে চায় সবাই। রান তাড়া করে জেতার হারও বেশি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ আগে বেছে নেয় ব্যাটিং।
শারজার ছোট মাঠের মন্থর উইকেটে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। হার থেকেও হারের ধরণ পীড়া দিয়েছে ভক্ত-সমর্থকদের।
চাপের মুখে জ্বলে উঠে ছয়ের ফুলঝুরি ছোটালেন নাজিবউল্লাহ জাদরান। তাকে যোগ্য সঙ্গ দিলেন ইব্রাহিম জাদরান। তাতে আঁটসাঁট বোলিংয়ের ধারা বজায় রাখতে পারল না বাংলাদেশ।
১২৮ রানের সাদামাটা লক্ষ্য তাড়ায় মন্থর উইকেটে সুবিধা করতে পারছে না আফগানিস্তান।
অফ স্পিনার মুজিব উর রহমানের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানও উইকেট উৎসবে যোগ দেওয়ায় বিপাক আরও বাড়ল টাইগারদের।
টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেটে ৩১ রান।
শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করা আফগানিস্তানের সামনে প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য তাদেরকে হারিয়ে আসরে শুভ সূচনা করা।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে অন্য রকম এক সেঞ্চুরি পূরণ করতে যাচ্ছেন দেশসেরা তারকা সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সংস্করণে শততম...
ঘরের মাঠে মোস্তাফিজুর রহমান যেমন ধারালো ও কার্যকর, দেশের বাইরে গেলে থাকে না সেই ছাপ । বল গ্রিপ করে না এমন সব উইকেটে বেশ বিবর্ণ এই বাঁহাতি পেসার। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে ছিলেন...
গত জানুয়ারি থেকে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের ইনিংসের শেষ ওভার শুরুর একটা কাট অফ টাইম ঠিক করা হয়েছে। এই টাইম পেরিয়ে গেলে যত বল বাকি থাকবে ততটা সময় চারজনের বেশি ফিল্ডার বাউন্ডারি লাইনে রাখা যাবে না।