ফাইনালে পাকিস্তানের ইনিংসের শুরুতে শানাকার যে লক্ষ্য
নিজেদের বোলিং আক্রমণের বৈচিত্র্য নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ইনিংসের শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়ার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।
দুবাইতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। খেলাটি শুরু হবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত আটটায়। আসরের সুপার ফোরের সবগুলো ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেয়েছে লঙ্কানরা। অন্যদিকে, পাকিস্তান শেষ হাসি হেসেছে তিন ম্যাচের দুটিতে।
গতকাল শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে পরস্পরকে মোকাবিলা করে দুই দল। ফাইনালের মহড়ায় শেষ হাসি হাসে শানাকার দল। ১৮ বল হাতে রেখে ১২২ রানের লক্ষ্য পেরিয়ে তারা জেতে ৫ উইকেটে। লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট নেন ২১ রানে। ওপেনার পাথুম নিসানকা খেলেন ৪৮ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার বোলিং আক্রমণ বৈচিত্র্যময়। হাসারাঙ্গার (৬ উইকেট) সঙ্গে রয়েছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা (৬ উইকেট), ডানহাতি পেসার চামিকা করুনারত্নে (৫ উইকেট) ও অফ স্পিনার মহেশ থাকসিনা (৫ উইকেট)। এ প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শানাকা বলেন, 'বাঁহাতি ফাস্ট বোলার ও লেগ স্পিনারদের নিয়ে আমাদের যে কম্বিনেশন রয়েছে, আমাদের এই ভ্যারিয়েশন চমৎকার।'
পাকিস্তানকে অল্পতে বেঁধে ফেললেও অতিরিক্ত হিসেবে ১৭ রান দেয় লঙ্কানরা। এই জায়গায় উন্নতির সুযোগ দেখেন শ্রীলঙ্কার অধিনায়ক, 'আমি মনে করি, এই ম্যাচে অতিরিক্ত রান দেওয়া একটা শঙ্কার জায়গা ছিল। ফাস্ট বোলাররা যে লাইনে বল করেছে, সেটাও। এই দিকগুলোতে আমরা উন্নতি করতে পারি।'
এবারের আসরে টস রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে ব্যাট করা দলের জয়ের পাল্লা ভীষণ ভারী। ফাইনালে অবশ্য ইনিংসের শুরুতে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার দিকেও নজর রয়েছে শানাকার, 'আগামী ম্যাচে যদি আমরা শুরুর দিকে দ্রুত উইকেট তুলে নিতে পারি, তাহলে সেটা দারুণ হবে।'
Comments