এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার থাকছেন বাংলাদেশের মুকুল
ভারত-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে সুনাম কুড়ানোর পুরস্কার পাচ্ছেন মাসুদুর রহমান মুকুল। বাংলাদেশের এই আম্পায়ার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন। তার সঙ্গে থাকবেন ভারতের অনিল চৌধুরী।
দ্য ডেইলি স্টারকে মুকুল জানান, 'ফাইনালে আমি ও ভারতের অনিল চৌধুরী মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছি।'
এশিয়া কাপে এবার হতাশার কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় সাকিব আল হাসানের দল। দল বাদ পড়লেও টুর্নামেন্টতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে ফাইনাল পর্যন্ত। বাংলাদেশের দুই আম্পায়ার মুকুল ও গাজী সোহেল বেশ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারত-পাকিস্তানের লড়াই সামলান মুকুল।
সুপার ফোরে শেষ দিকের উত্তেজনাময় মুহুর্তে মুকুলের ঠাণ্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রশংসা কুড়ায়। এমন পারফরম্যান্সের কারণেই বড় দায়িত্ব পেলেন তিনি। দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বহুজাতিক আসরের ফাইনালে এই প্রথম বাংলাদেশের কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় এবারের এশিয়া কাপের শিরোপা জেতার লড়াইয়ে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হেরে আসর শুরু করা শ্রীলঙ্কা বাকি সব ম্যাচ জিতে পৌঁছায় ফাইনালে। ভারতের কাছে হেরে আসর শুরু করা পাকিস্তান পরে সুপার ফোরে হারায় চির প্রতিদ্বন্দ্বীদের। টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারাও।
এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। পাঁচবার জিতেছে শ্রীলঙ্কা, দুইবার শিরোপা উঠেছে পাকিস্তানের হাতে।
Comments