‘অভিজ্ঞতা’ থেকে দলে সাব্বির, সৌম্য ‘চোখের আড়াল হয়নি

Soumya Sarkar & Sabbir Rahman

এশিয়া কাপের দলে সাব্বির রহমান ও সৌম্য সরকার দুজনের নামই ছিল আলোচনায়।  এমন না যে বাদ পড়ার পর তারা আহামরি কিছু করেছেন। এই সময়ে ঘরোয়া ক্রিকেটের দল থেকেও বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছে দুজনের। তবে এশিয়া কাপে ফেরানো হয়েছে সাব্বিরকে, বিবেচিত হননি সৌম্য। এই দুই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাব্বির  সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তেমন কিছুই করেননি। গত বিপিএলে বাজে ফর্মের জন্য জায়গা হারান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ থেকেও। ৬ ম্যাচ খেলার সুযোগ পেয়ে মোটে করেন ১০৯ রান।  গড় ১৮.১৬, স্ট্রাইক রেট ১১১.২২।

এই ডানহাতি ব্যাটসম্যানকে ফেরানোর যুক্তিতে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতার কথা বলেছেন মিনহাজুল, 'সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেয়া হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।'

'কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি সেদিক থেকে একজন বাড়তি মিডল অর্ডার ব্যাটার দরকার। আর সাব্বিরকে 'এ' দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি সেখানে খেলে সে আন্তর্জাতিক আবহ আরেকটু পাবে। সেটা সে জাতীয় দলে কাজে লাগাতে পারবে।'

তেমন কিছু না করলেও দলে আসা সাব্বিরকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক,  'সাব্বির ডিপিএলে খুব একটা খারাপ খেলেনি। এরপর তো সে নার্সিংয়ে আছে টাইগার্সে, এরপর 'এ' দলে। এই অভিজ্ঞতা তার জন্য বিরাট পাওয়া। এগুলো কাজে লাগিয়ে সে জাতীয় দলে অবশ্যই ভাল করবে।'

মিডল অর্ডারে বাড়তি ব্যাটসম্যানের চাহিদায় ফেরানো হয় সাব্বিরকে। কিন্তু ওপেনিংয়ে দলের সংকট আরও প্রবল। ছন্দে থাকা ওপেনার লিটন দাস নেই চোটের কারণে। বাকিদের পারফরম্যান্স একদমই খারাপ। স্কোয়াডে লম্বা সময় পর ফেরা কেবল এনামুল হক বিজয় ও এক ম্যাচ খেলা পারভেজ ইমনকে রাখা হয়েছে। বাড়তি আর কোন ওপেনার নেই ১৭ জনের স্কোয়াডে।

সাব্বিরের মতো বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম না করলেও সৌম্যের নাম উঠছিল জোরেশোরে। ওপেনিংয়ে ঘাটতি থাকার পরও তাকে বিবেচনা  না করার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানালেন, সৌম্য তাদের রাডারের বাইরে যাননি, 'সৌম্য চোখের আড়াল হয়নি। হলে তো 'এ' দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না। ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago