কেউ ট্রিপল সেঞ্চুরি করলে জিততে পারে বাংলাদেশ: কুলদীপ

Kuldeep Yadav
প্রথম ইনিংসে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন কুলদীপ যাদব। ছবি: ফিরোজ আহমেদ

প্রশ্নটা শুনে খানিকটা হকচকিয়ে গেলেন কুলদীপ যাদব, বেরিয়ে এলো চওড়া হাসিও। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কত কিছুই তো হয়ে যায়। তেমন আরেকটি বিস্ময়কর ঘটনায় এই ম্যাচ কি জিততে পারে না বাংলাদেশ? প্রথম ইনিংসে  ৫ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি রিষ্ট স্পিনার জানালেন, স্বাগতিক ব্যাটারদের কেউ ট্রিপল সেঞ্চুরি করলে সেটাও হয়েও যেতে পারে।

চট্টগ্রাম টেস্টের বাকি আছে আর দুদিন। ম্যাচ জিততে সবগুলো উইকেট নিয়ে আরও ৪৭১ রান করতে হবে বাংলাদেশকে। ভারতের চাই ১০ উইকেট। ম্যাচ ড্র করতে হলেও দুই দিন ক্রিজে পড়ে থাকতে হবে ব্যাটারদের।

শুক্রবার তৃতীয় দিনে ৫১৩ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত অবিচ্ছিন্ন ছিলেন ৪২ রানের জুটিতে। দিনের খেলা শেষ করে ভারতের হয়ে কথা বলতে আসেন কুলদীপ। বাংলাদেশের এই ম্যাচ জেতার সম্ভাবনা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি,  'আমি ব্যক্তিগতভাবে এটি চাই না (হাসি)। তবে এটাই ক্রিকেট,  খেলার ধরনই এমন (অনিশ্চয়তার)। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো…(বাংলাদেশের জয় সম্ভব)।  তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অলআউট করা যায়। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য।'

ট্রিপল সেঞ্চুরি অনেক অনেক দূরের পথ। প্রথম ইনিংসে বাংলাদেশ কেউ ফিফটিও করতে পারেননি। স্বাগতিকদের ইনিংসে সবচেয়ে বেশিবার হানা দিয়েছেন এই কুলদীপ। তার বাঁহাতি রিষ্ট স্পিনে চোখে অনেকটা সর্ষে ফুল দেখেন স্বাগতিক ব্যাটাররা। গুটিয়ে যান ১৫০ রানে। ১৬ ওভার বল করেই ৪০ রানে ৫ শিকার ধরেন এই তারকা।

ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ ১৫০ রানে আটকে যায়। তবে প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ব্যাট করে ভারত। দ্বিতীয় ইনিংসে শুরুতে অতোটা তেড়েফুঁড়ে খেলেনি তারা, প্রথাগত পথে বাড়ায় রান। শেষ দিকে অবশ্য দ্রুত রান উঠিয়ে পাঁচশোর বেশি লিড নিয়ে ছেড়ে দেয় ইনিংস। কুলদীপ জানান হাতে যথেষ্ট সময় থাকায় তাদের কোন তাড়া ছিল না,  'আমাদের হাতে আরও দুই দিন আছে। টেস্টে অনেক সময় আছে। এখনও ১৮০ ওভার বাকি। এই ধরনের ক্রিকেটে অনেক সময়। আমাদের কোনো তাড়া ছিল না ওদেরকে ব্যাট দেওয়ার। এর চেয়ে রান করে তাদের ব্যাট করতে দেওয়াটা ভালো মনে করেছি। এটা আমাদের বোলারদেরও সুযোগ দেয়, যখন আপনি ডিফেন্ড করবেন। কোনো দলকে অনুমান করা যায় না বোলিং বা ব্যাটিংয়ের সময়। ৪০০ রান কখনও কখনও সহজ মনে হয়। যদি কেউ সেট হয়ে যায়, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায়। এমন না যে আমরা ভয় পেয়েছি। আমরা চা বিরতি অবধি ব্যাট করে তাদের ১৫-২০ ওভার দিতে চেয়েছি।'

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

6h ago