বিশাল রানের বোঝা চাপাচ্ছে ভারত 

Shubman Gill
সেঞ্চুরির দিকে ছুটছেন শুভমান গিল। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশকে দেড়শো রানে আটকে ফলোঅন না করানো ভারত ছুটছে দুর্বার গতিতে। অনায়াসে রান তুলে সাকিব আল হাসানের দলের উপর বিশাল রানের বোঝা চাপিয়ে দিচ্ছে তারা। চোটের কারণে ইবাদত হোসেন ও সাকিব বল করতে না পারায় বাংলাদেশের অবস্থা অনেকটা সবদিক থেকেই বেশ নাজুক। 

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে নামা ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪০ রান। হাতে  ৯ উইকেট ও ম্যাচের অনেকটা সময় রেখে এরমধ্যে ৩৯৪ রানে এগিয়ে গেছে তারা। 

সতর্ক শুরুর পর ডানা মেলে সেঞ্চুরির পথে আছেন ওপেনার শুভমান গিল। ১১৮ বলে ৮০ রান নিয়ে ক্রিজে আছেন তিনি। তার সঙ্গী চেতশ্বর পূজারা খেলছেন ৩৩ রান দিয়ে। দ্বিতীয় উইকেটে এই দুজনে মিলে তুলেছেন ৯৯ বলে ৭০ রান।            

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে সকালে ৪৮ মিনিট ব্যাট করে ১৫০ রানে থেমে ফলোঅনে পড়ে বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ব্যাট করতে নামে ভারত। লাঞ্চের আগে ১৫ ওভার ব্যাট করে লোকেশ রাহুল ও গিল তুলেন স্রেফ ৩৬ রান। 

সতর্ক শুরুর এই মন্থর গতি লাঞ্চের পর ঝেড়ে ফেলেন তারা। বাড়তে থাকে রানের গতি। ২৩তম ওভারে ৭০ রানের জুটির পর বিদায় নেন রাহুল। খালেদ আহমেদের বলে পুল করে উড়াতে গিয়ে ফাইন লেগে তাইজুল ইসলামের দারুণ ক্যাচে পরিণত হন তিনি (৬২ বলে ২৩)। 

ধীর নিতে থাকেন অথরিটি, বের করতে থাকেন একের পর বাউন্ডারি। কাঁধের চোটে সাকিব এদিনও কেবল ফিল্ডিং করেছেন, বল করতে আসেননি একবারও। তার শরীরী ভাষাও দেখাচ্ছিল বেশ দুর্বল। পেসার ইবাদত ব্যাট করলেও দ্বিতীয় দিনের প্রথম স্পেলের পর আর বল করেননি। এদিন মাঠেও দেখা যায়নি তাকে। 

নিয়মিত দুই বোলারের অনুপস্থিতিতে ইয়াসির আলি রাব্বিকে দিয়েও ৫ ওভার করানো হয়েছে এরমধ্যে। বাকিটা সময়েও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন সময়। প্রতিপক্ষের ইনিংস ঘোষণার অপেক্ষা ছাড়া যেন তেমন কিছুই করার নেই। 

 

 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

6h ago